ভিডিও : জন্মদিনে প্যাট কামিন্সকে এই বড় আশীর্বাদ দিলেন দীনেশ কার্তিক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : করোনা সংক্রমণ বৃদ্ধির জেরে স্থগিত হয়েছে আইপিএলের চতুর্দশ সংস্করণ। ইতিমধ্যে দেশে ফেরার জন্য মালদ্বীপ পৌঁছে গিয়েছেন অস্ট্রেলিয়ান খেলোয়াড়-কর্মী ও ধারাভাষ্যকাররা। এই পরিস্থিতিতে শনিবার নিজের ২৮তম জন্মদিন পালন করেন তারকা অসি পেসার প্যাট কামিন্স।
পরিস্থিতি স্বাভাবিক থাকলে আজ নিজের জন্মদিন কলকাতা নাইট রাইডার্সের সতীর্থদের সাথেই পালন করতেন প্যাট কামিন্স, কিন্তু তা সত্ত্বেও দলের সুপারস্টারকে শুভেচ্ছা জানাতে ভোলেনি ফ্র্যাঞ্চাইজি। সোশ্যাল মিডিয়ায় কলকাতা নাইট রাইডার্স একটি ভিডিও পোস্ট করে, যেখানে সতীর্থ আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক, ইয়ন মর্গ্যান, শুভমন গিল, প্রসিধ কৃষ্ণা সহ অনেকে জন্মদিনের শুভেচ্ছা জানান কামিন্সকে।
এদিকে জন্মদিনে কামিন্সকে বড়সড় আশীর্বাদ দিলেন সিনিয়র খেলোয়াড় দীনেশ কার্তিক। ভিডিও বার্তায় তিনি বলেছেন, "আমার মনে হয় কেকেআরে, আমরা ভাগ্যবান তোমার মত খেলোয়াড় পেয়ে। বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার তুমি। খুব খুব ভালোভাবে জন্মদিন কাটাও। আমি মন থেকে চাই তুমি শীঘ্রই অস্ট্রেলিয়ার অধিনায়ক হও। আমার মনে হয় তোমার মধ্যে সেই ক্ষমতা রয়েছে। তোমায় আগামী দিনের জন্য শুভেচ্ছা জানাই।"
এমনটা জোর জল্পনা, আসন্ন অ্যাসেজ সিরিজে অস্ট্রেলিয়া খারাপ ফল করলে, টিম পেইনের পরিবর্তে অস্ট্রেলিয়ার নয়া অধিনায়ক হিসেবে জায়গা পেতে পারেন প্যাট কামিন্স। ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে হারের পর অধিনায়কত্ব নিয়ে কোপের মুখে রয়েছেন পেইন, আর এই অ্যাসেজ কার্যত অ্যাসিড টেস্ট পেইনের অধিনায়কত্বের জন্য।