ভিডিও : দীনেশ কার্তিকের জোর অ্যাপিলে বাচ্চাদের মত মাটিতেই বসে পড়লেন শিখর ধাওয়ান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস দাপটের সাথে হারায় কলকাতা নাইট রাইডার্সকে। পৃথ্বী শয়ের অসাধারণ ইনিংসে ২১ বল বাকি থাকতে জয় হাসিল করে দিল্লি। তবে ম্যাচের মাঝে দারুণ একটি মুহুর্ত ঘটে, যা দেখে হাসি থামাতে পারবেন না কেউই।
দিল্লি ক্যাপিটালসের ইনিংসের একাদশতম ওভারের তৃতীয় বলে শিখর ধাওয়ানকে বাইরের দিকে বল করেন বরুণ চক্রবর্তী। ধাওয়ান সেটিকে মিস করলে উইকেটকিপার দীনেশ কার্তিক স্টাম্প উড়িয়ে স্টাম্পিংয়ের আবেদন করেন। এরপর শিখর ধাওয়ানের দিকে তাকিয়ে জোর গলায় বলেন, 'হাউস দ্যাট'। আর তা শুনে ধাওয়ান সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে পড়েন ক্রিজের উপর। আর তা দেখে হাসতে শুরু করেছিলেন ধারাভাষ্যকাররা।
যদিও এই ঘটনা খুবই হালকা মেজাজে হয়েছিল, কারণ ধাওয়ান ও কার্তিক দুজনে খুব ভালো বন্ধু এবং সেই ঘটনার পর দুজনেই হাসতে থাকেন। লড়াইয়ের মাঝে এই ধরণের মুহুর্তগুলি দেখার জন্য অপেক্ষায় থাকে ক্রিকেট বিশ্ব।
দেখুন ভিডিও -
ম্যাচের কথা বললে, কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাট করে কেবল ১৫৪ রান তুলতে পারে। জবাবে পৃথ্বী শয়ের দুরন্ত ৮২ রানের ইনিংসে অনায়াসে সাত উইকেটে জয় তুলে নেয় দিল্লি। আর এই জয়ের জেরে দ্বিতীয় স্থানে উঠে যায় গতবারের রানার্স।