দেখুন : করোনা প্রোটোকল ভুলে প্রিয় গুরু ধোনির সাথে গলা মেলালেন বিরাট কোহলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার ডাবল হেডারের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও চেন্নাই সুপার কিংস। আবারও মুখোমুখি হয়েছেন ভারতীয় ক্রিকেটের অতীত ও বর্তমান মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। আর দুই প্রিয় বন্ধু তথা গুরু-শিষ্যের দেখা হতেই আবেগঘন মুহুর্ত সামনে এল।
করোনা প্রোটোকল অনুযায়ী বেশি ঘনিষ্টতা না রাখার অনুরোধ রেখেছে বিসিসিআই। কিন্তু সামনে গুরুকে পেলে সেই নিয়ম কি আর মানা যায়। সঙ্গে সঙ্গে প্রিয় মাহি ভাইকে গলায় জড়িয়ে ধরলেন চিকু বিরাট কোহলি। টসের সময়েও তারা একে অপরকে শুভেচ্ছা জানাতে জড়িয়ে ধরেছিলেন। আর এই ছবি মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
খোদ ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী মাহিরাটের আলিঙ্গনের ছবি টুইট করে লিখেছেন, "বক্স অফিস খেলা আসতে চলেছে। কিংবদন্তী অধিনায়ক বনাম হবু কিংবদন্তীর লড়াই।" দিকে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই সুপার কিংস। এই রিপোর্ট লেখার সময় চেন্নাইয়ের স্কোর ১৮ ওভারে ১৪৫/৪।