ভিডিও : আইপিএলের জন্য জোর প্রস্তুতি শুরু চেন্নাইয়ের, অস্ত্রে শান দিচ্ছেন ধোনি-রায়না

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত মরশুমে আইপিএলের ইতিহাসে সব থেকে খারাপ পারফর্ম করেছিল চেন্নাই সুপার কিংস। নিজেদের ইতিহাসের প্রথমবার প্লে অফসে উঠতে ব্যর্থ হয় তিনবারের আইপিএল জয়ী এই ফ্র্যাঞ্চাইজি। আর সেই খারাপ সময় কাটিয়ে এবার খেতাব জিততে মরিয়া চেন্নাই সুপার কিংস।
ইতিমধ্যেই চেন্নাইয়ে প্রাক মরশুম প্রস্তুতি সেরে মুম্বইয়ে পাড়ি দিয়েছে গোটা চেন্নাই দল। আর গত বছরের পর আবারও শিবিরে ফিরেছেন ‘চিন্না থালা’ সুরেশ রায়না। আবারও হলুদ জার্সিতে দেখা যাবে ধোনি-রায়নার দুর্দান্ত জুটি। সেই নিয়ে এবার বিশেষ ভিডিও পোস্ট করল চেন্নাই সুপার কিংস।
ভিডিওতে দেখা যায়, ধোনি ও রায়না সহ গোটা চেন্নাই সুপার কিংস দল নেটে অনুশীলন করছিলেন। কোচ স্টিফেন ফ্লেমিং পরামর্শ করছিলেন ধোনির সাথে, নেটে ও ফিল্ডিংয়ে অনুশীলন করছিলেন রায়না। এছাড়া ইংরেজ অলরাউন্ডার স্যাম কারানকে বড় শট মারতে দেখা যায়। দারুণ কোলাজের সাথে ভিডিওটি উপস্থাপন করেছে সিএসকে।
আগামী ১২ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নিজেদের আইপিএল অভিযান শুরু করবে চেন্নাই। যদিও টুর্নামেন্ট শুরু আগেই দল থেকে অব্যাহতি নিয়েছেন তারকা অসি জোরে বোলার জস হেজলউড। জৈব বলয়ে অধিক সময় থাকার দরুণ তিনি ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন।