ভিডিও : একেবারে স্বপ্নপুরীর মতো সাজানো দিল্লি ক্যাপিটালসের টিম রুম, মোহিত হতে বাধ্য

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মুহুর্তে মুম্বইয়ে জৈব সুরক্ষা বলয়ে রয়েছে দিল্লি ক্যাপিটালসের টিম। কড়া নিয়মবিধির মধ্যে যাতে খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফরা মানসিক চাপে না পড়ে, তার জন্য টিম হোটেলে বেশ কিছু ব্যবস্থা করেছে দিল্লির কর্তারা। এই মুহুর্তে মুম্বইয়ের পাঁচতারা হোটেল দ্য তাজ মহল প্যালেসে রয়েছে দিল্লি ক্যাপিটালস টিম।
আর এবার সেই টিম রুমের পুরো জায়গাটা ভিডিও করে নিজেদের সোশ্যাল মিডিয়ায় ছাড়ল দিল্লি ক্যাপিটালস। একেবারে যেন স্বপ্নপুরীর মত লাগছে সেই টিম রুমকে। বিনোদন ও মানসিক চাপ দূর করার জন্য সমস্ত উপকরণ রয়েছে সেই ঘরে। একাধিক ইনডোর গেমস, যেমন টেবিল টেনিস, এয়ার হকি, পুল টেবিল, দাবা, ক্যারাম, ডার্টস – সমস্ত খেলাই রয়েছে।
এদিকে যারা ভিডিও গেমসে আগ্রহী, তাদের জন্য প্লেস্টেশনেরও ব্যবস্থা রয়েছে। রয়েছে আরাম করার জন্য বিশেষ গদি। এদিকে দেওয়ালে সমস্ত খেলোয়াড়দের ছবি আঁকা রয়েছে, রয়েছে তাদের জার্সি নম্বরও। যেন একই দলের সদস্য তারা, এই টিম বন্ডিংয়ের জন্য এমন ব্যবস্থা।
গতবার সংযুক্ত আরব আমিরশাহিতে এই একই ধরণের ব্যবস্থা তৈরি করা হয়েছিল প্রতিটি টিম হোটেলে। এবারেও যখন করোনা বিধি মানা হচ্ছে, তখন একই ধরণের ব্যবস্থাপনা তৈরি করা হচ্ছে। আগামী ১০ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নিজেদের আইপিএল অভিযান শুরু করবে দিল্লি ক্যাপিটালস।