ভিডিও : কোয়ারেন্টিন থেকে ফিরে দুর্দান্ত পেপ টক দিলেন দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সাত দিনের কোয়ারেন্টিন পর্ব সেরে গত বুধবার দিল্লি ক্যাপিটালসের অনুশীলনে যোগ দিয়েছিলেন হেড কোচ রিকি পন্টিং। বিশ্বকাপজয়ী এই প্রাক্তন অসি অধিনায়ক এসে সকলের সাথে আলাপ করেন। এরপর নয়া অধিনায়ক ঋষভ পন্থকে শুভেচ্ছা জানিয়েছে দুর্দান্ত একটি বক্তৃতা দেন টিমের জন্য।
আর এই পেপ টকের ভিডিও নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে দিল্লি ক্যাপিটালস। ক্যাপশনে লিখেছে, “তিন দিন বাকি আমাদের প্রথম আইপিএল ২০২১ ম্যাচের জন্য আর আমরা আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এলাম যা আপনারা অপেক্ষা করছিলেন। রিকি পন্টিং এবারের স্কোয়াডের সাথে আলাপ করলেন এবং ওনার বক্তৃতা আমাদের গায়ে কাঁটা দিল যখন আমরা এটি রেকর্ড করছিলাম।“
প্রথমে অনুশীলনে সকল খেলোয়াড়দের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করেছেন রিকি পন্টিং। তিনি বলেছেন, “সেই সকল ব্যক্তিদের শুভেচ্ছা জানাই যাদের আজ প্রথম সেশন। এত দিন অবধি যে পরিশ্রম ও মনোযোগ দেখিয়েছো তার জন্য ধন্যবাদ। আমি প্রবীনের সাথে কথা বলেছি, আমি কাইফের সাথে গতকাল রাতে কথা বলেছি। গতকাল রাতে যে পরিশ্রম তোমরা করেছ তা অসাধারণ।“
গত তিন বছর ধরে দিল্লি ক্যাপিটালসের কোচ হিসেবে থেকেছেন রিকি পন্টিং। এবং সেই তিন বছর ক্রমাগত উন্নতি করেছে দিল্লি। এই নিয়ে পন্টিং বলেছেন, “এবার আমার বিষয় কিছু বলা যাক, যা তোমরা আমার ব্যাপারে জানো না? আমার বয়স ৪৬ বছর, বিবাহিত, মেলবোর্নে তিনটি সন্তান রয়েছে। আমি দিল্লিতে তিন বছর রয়েছি। প্রথম বছর যখন ছিলাম (২০১৮), আমরা অন্তিম পজিশনে শেষ করেছিলাম। দুই বছর আগে (২০১৯), আমরা তৃতীয় হয়েছিলাম। আর গত বছর (২০২০), আমরা দ্বিতীয় স্থানে শেষ করেছি। গত কয়েক বছরের তুলনায় এটি অন্য এক দিল্লি, তাই তো? আর এর কারণ হচ্ছে, যা তোমরা এই ফ্র্যাঞ্চাইজিতে এনেছো।“
এরপর রিকি পন্টিং বলেন, “এতে আমার কিছু নেই, কোচেদের কিছু নেই, এটি পুরো তোমাদের, তাই তো? এটি এখন তোমাদের টিম। নতুন অধিনায়ক ঋষভ, এটা তোমার টিম। আমার কোচিংয়ে খুব সাধারণ বিষয় রয়েছে। তোমরা সঠিক মনোভাব নিয়ে আসো, তোমরা পরিশ্রম করো, তোমরা উদ্যোগকে আনো, আর তোমরা এটিকে ভালোবাসো, তাহলেই তোমরা আমার সাথে ভালো থাকবে, ঠিক আছে?”
আগামী ১০ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নিজেদের আইপিএল অভিযান শুরু করছে দিল্লি ক্যাপিটালস। আর সেই ম্যাচ জেতার জন্য খেলোয়াড়দের কার্যত তাতিয়ে তুললেন কোচ রিকি পন্টিং।