গুরু-শিষ্যের ভালোবাসা, ম্যাচের আগে মহম্মদ শামির পা ছুঁয়ে আশীর্বাদ চেয়ে নিলেন দীপক চাহার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল মানেই জোরদার লড়াই। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা বিভক্ত হয়ে নিজেদের মধ্যে তর্কাতর্কি শুরু করে দেন। কিন্তু এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুই দলের ক্রিকেটাররা একে অপরের প্রতি কতটা শ্রদ্ধা ও ভালোবাসা রাখেন, তাঁর উদাহরণ প্রায়ই পাই ম্যাচের পরে। এবার এই ভালোবাসা ও শ্রদ্ধার নিদর্শন পাওয়া গেল শুক্রবার।
গত শুক্রবার ওয়াংখেড়েতে পাঞ্জাব কিংসকে কার্যত পর্যদুস্ত করেছে চেন্নাই সুপার কিংস। পাওয়ারপ্লেতে এসে তরুণ পেসার দীপক চাহার মাত্র ১৩ রান দিয়ে চারটি উইকেট নেন, আর এর জেরে পাঞ্জাব মাত্র ১০৬ রানই করতে পারে। এমন অসাধারণ বোলিংয়ের কারণ হয়ত অনেক হতে পারে, কিন্তু ম্যাচের আগে বেশ সুন্দর একটি নজির দেখালেন দীপক।
ম্যাচের আগে যখন দুই দল অনুশীলন করছিল, সেই সময় পাঞ্জাব কিংসের দুরন্ত পেসার মহম্মদ শামির কাছে আসেন দীপক, এবং সেই সময় তাঁর পা ছুঁয়ে আশীর্বাদ নিতে যান চাহার। যদিও মুহুর্তটি বেশ সুন্দর ছিল, শামি খানিকটা বিব্রত হয়ে তাকে থামাতে যান। আর এই ছবি মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
আর এর জেরে অনেকেই বলছেন, শামির আশীর্বাদেই চাহার এমন অসাধারণ পারফর্মেন্স করলেন। যদিও এই ম্যাচে শামিও অসাধারণ বোলিং করেছেন। চার ওভারে মাত্র ২১ রান দিয়ে তিনি অম্বাতি রায়ডু এবং সুরেশ রায়নার উইকেট নিয়েছেন।