ভিডিও : ডিফেন্সের রাজা থেকে ছয় মারার মেশিন হলেন চেতেশ্বর পুজারা, দুর্দান্ত ভঙ্গিতে মারছেন ছয়

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতীয় টেস্ট দলের অন্যতম বড় স্তম্ভ চেতেশ্বর পুজারাকে যখন বেস প্রাইস ৫০ লক্ষ টাকা দিয়ে কিনেছিল চেন্নাই সুপার কিংস, তখন কার্যত হতবাক হয়ে গিয়েছিল ক্রিকেট বিশ্ব। সোশ্যাল মিডিয়ায় ট্রোল শুরু হয় চেন্নাইয়ের রিক্রুট নিয়ে। টেস্ট স্পেশালিস্ট একজন ব্যাটসম্যান টি২০ এর ধুমধাড়াক্কা ক্রিকেটে আদৌ সফল হবেন কিনা, প্রশ্ন থেকেই গিয়েছিল।
কিন্তু মুম্বইয়ে চেন্নাই সুপার কিংসের অনুশীলনে এসে যেন সংহারমূর্তি ধারণ করলেন পুজারা। নেটে ডিফেন্সের কোনও নাম নেই পুজারার, একের পর এক ছয় মেরে চলেছেন তিনি। থ্রো ডাউন স্পেশালিস্ট হোক, কিংবা নেট বোলার, এমনকি লেগস্পিনার কর্ণ শর্মাকে অফ ও লেগ সাইডে ছয় মেরে চলেছিলেন পুজারা। আর সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে পুজারার ব্যাটিং দেখলে বোঝা যাচ্ছে, সামান্য ব্যাটিং স্টান্স বদলেছেন তিনি। ব্যাটটি সামান্য উপরে রেখেছেন এবং কিছুটা যেন দাঁড়িয়ে ব্যাট করছেন। সাধারণত টেস্ট ক্রিকেটের সময়ে পুজারা ব্যাটটিকে অল্প নীচু করে হাটু সামান্য ভাঁজ করে রাখেন। ফলে বোঝা যাচ্ছে, আইপিএলের জন্য নিজের টেকনিকে সামান্য বদল এনেছেন পুজারা।
এদিকে পুজারার এই ভিডিও দেখে মোহিত হয়েছেন ক্রিকেটপ্রেমীরা। একের পর এক টুইট আসতে থাকে নেটিজেনদের। সকলেই খুব উদগ্রীব আইপিএলে পুজারার ব্যাটিং দেখার জন্য। ২০১৪ সালের পর এই প্রথম পুজারা আইপিএলে সুযোগ পেয়েছেন।