ম্যাক্সওয়েলের সাফল্যে বেদনাহত পাঞ্জাব কিংস কোচ ওয়াসিম জাফর, মজার মিমে বোঝালেন কষ্ট

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত বছরের আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমানে পাঞ্জাব কিংস) এর হয়ে হতশ্রী পারফর্ম করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। আর সেই কারণে এবারের নিলামের আগে তাকে ছেড়ে দেয় পাঞ্জাব। কিন্তু ১৪.২৫ কোটি টাকা দিয়ে কেনার পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে দারুণ পারফর্ম করেছেন ম্যাক্সওয়েল। দ্বিতীয় ম্যাচে তাঁর অর্ধশতরানের দৌলতে ১৪৯ রান তোলে আরসিবি, যা তাদের ম্যাচ জেতার জন্য যথেষ্ট হয়ে দাঁড়ায়।
পরপর দুই ম্যাচে আরসিবি পেয়ে যায় পুরোনো সেই বিধ্বংসী ম্যাক্সওয়েলকে। আর স্বভাবতই তাতে দুঃখে ভাসেন পাঞ্জাব কিংসের ভক্তরা। এই পরিস্থিতিতে বেদনাহত হয়েছেন পাঞ্জাব কিংসের ব্যাটিং কোচ ওয়াসিম জাফর। টুইটারে এক ক্রিকেটভক্ত পাঞ্জাব কিংস ও ওয়াসিম জাফরকে মেনশন করে প্রশ্ন করেন যে ম্যাক্সওয়েলের পারফর্মেন্স দেখে তাদের কি মনে হচ্ছে?
এর জবাবে বহুল জনপ্রিয় একটি মিম শেয়ার করেন জাফর। যেখানে এক পাকিস্তান ভক্ত হতাশ হয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর সেই মিমের মাধ্যমে জাফর বোঝালেন, রিলিজ হওয়া ম্যাক্সওয়েলের এমন উত্তরণ দেখে তারাও হতবাক।
সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ঝোড়ো ৫৯ রানের ইনিংস খেলেন গ্লেন ম্যাক্সওয়েল, এর জেরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ২০ ওভারে ১৪৯ করে। জবাবে শেষের দিকে ব্যাটিং বিপর্যয়ের জেরে ১৪৩ অবধিই যেতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ।