হারের পর কেকেআরকে নিয়ে নোংরা মজা করলেন বীরেন্দ্র সেহওয়াগ, আনলেন WWE এর এই ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার জেতা ম্যাচটা কার্যত কন্যাকুমারীতে গিয়ে ফেলে এল কলকাতা নাইট রাইডার্স। ৩০ বলে ৩১ রান বাকি থাকতে ম্যাচটি শেষে ১০ রানে হেরে গেল নাইটরা। মুম্বই ইন্ডিয়ান্স যেভাবে শেষের দিকে হারতে থাকা ম্যাচ ছিনিয়ে আনল তা সত্যিই অসাধারণ।
আর এই নিয়ে নেটদুনিয়া ট্রোল করে চলেছে কলকাতা নাইট রাইডার্সের এমন অবস্থা নিয়ে। এবার কেকেআরকে নিয়ে নোংরা ট্রোল করলেন বীরেন্দ্র সেহওয়াগ। ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের একটি ভিডিও পোস্ট করে দেখিয়েছেন, কিভাবে মুম্বই মৃত্যুর মুখ থেকে ফিরে এসে জিতেছে।
ভিডিওটিতে WWE এর দুই জনপ্রিয় রেসলার আন্ডারটেকার আর র্যান্ডি অর্টনকে দেখা গিয়েছে। সেখানে আন্ডারটেকার কফিন থেকে উঠে র্যান্ডি অর্টনের গলা টিপে ধরেছিলেন এবং বেরিয়ে এসে র্যান্ডিকে সেই কফিনে ছুঁড়ে মারেন আন্ডারটেকার। সেই ভিডিও পোস্ট করে সেহওয়াগ ক্যাপশনে লিখেছেন, "শেষ পাঁচ ওভারে মুম্বই কলকাতাকে এরকম করেছে, মৃত্যু থেকে ফিরে এসেছে।"
মঙ্গলবার এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আন্দ্রে রাসেলের পাঁচ উইকেটের সৌজন্যে কলকাতা নাইট রাইডার্স মুম্বই ইন্ডিয়ান্সকে ১৫২ রানে অল আউট করে। জবাবে এক সময় কলকাতার স্কোর ১৪.৫ ওভারে ১২২/৩ ছিল। কিন্তু সেখান থেকে মুম্বইয়ের দুর্দান্ত ডেথ ওভার বোলিংয়ে এবং দীনেশ কার্তিক ও আন্দ্রে রাসেলের নির্বুদ্ধিতায় ১০ রানে ম্যাচ হারে কেকেআর।