বিরাট কোহলির পরিবর্তে এই দুরন্ত পারফর্মারকে আরসিবির ওপেনিংয়ে চান বীরেন্দ্র সেহওয়াগ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত শুক্রবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৩৪ রানের বড় হার হজম করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবং এই হারের অন্যতম কারণ হিসেবে দেখা যায়, টপ অর্ডারে বিরাট কোহলির উপর অতিরিক্ত চাপ এবং বাকি খেলোয়াড়দের ব্যর্থতা। এই পরিস্থিতিতে এবার আরসিবির টপ অর্ডারে পরিবর্তন দেখতে চান প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ।
সেহওয়াগ চাইছেন যাতে ওপেনিং ছেড়ে বিরাট কোহলি তিন নম্বরে এসে ব্যাট করুন। কিন্তু প্রশ্ন হচ্ছে, দেবদত্ত পাডিক্কালের সাথে ওপেনিং কে করবেন? তার জবাবে সেহওয়াগ নাম নিলেন ২৭ বছরের উইকেটকিপার ব্যাটসম্যান মহম্মদ আজহারউদ্দিন। কেরালার এই ব্যাটসম্যান গত সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ওপেন করে মুম্বইয়ের বিরুদ্ধে ৩৭ বলে শতরান করেছিলেন। এবং সেহওয়াগ মনে করেন, পাডিক্কালের সাথে আজহারউদ্দিনকেই ওপেন করা উচিত।
এই নিয়ে জনপ্রিয় একটি ক্রিকেট ওয়েবসাইটে সেহওয়াগ বলেছেন, "আমার মনে হয় বিরাটকে নিজের মূল পজিশন অর্থাৎ তিন নম্বরে নামা উচিত, আর ওপেনিংয়ে মহম্মদ আজহারউদ্দিনকে পাঠানো উচিত। ওনাকে রজত পাতিদারের থেকে ভালো অপশন হিসেবে মনে হয় আমার। কোহলিকে তিনে খেলা উচিত, যেখানে ম্যাক্সওয়েল এবং এবিডি আসবেন এরপরে।"
আরসিবির হয়ে তিন নম্বরে চারটি ম্যাচ খেলেছেন রজত পাতিদার, যেখানে তিনি কেবল ৭১ রান করেছেন। গত ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে অত্যন্ত স্লথ ইনিংস খেলেছিলেন এবং পুরো চাপ বিরাট কোহলির উপর দিয়ে ফেলেছিলেন। শেষ অবধি ৩০ বলে ৩১ রান করেন পাতিদার। আর এই কারণে আজহারউদ্দিনকে ওপেনিংয়ে দেখতে চান বীরেন্দ্র সেহওয়াগ। এর ফলে মিডল অর্ডারে তিন বিশ্বমানের খেলোয়াড়, অর্থাৎ বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল এবং এবি ডি ভিলিয়ার্সকে পাবে আরসিবি।
এই নিয়ে সেহওয়াগ বলেছেন, "এর অর্থ হল আপনার কাছে মিডল অর্ডারে তিন বিশ্বমানের খেলোয়াড় থাকবে। যদি দেবদত্ত পাডিক্কাল ও আজহারউদ্দিন উপরে কাজ না করতে পারে, এই তিনজন নিশ্চিতভাবে আপনাকে বিপদের মুখ থেকে বাঁচিয়ে আনবে।"
এরপর আগামী ৩ মে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দ্বিতীয় পর্বের ম্যাচ খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গত ম্যাচের হার ভুলে কি কোনও পরিবর্তন করবে আরসিবি, সেটিই সব থেকে বড় প্রশ্ন।