কলকাতা নাইট রাইডার্সের খেলা বিরক্তিকর লাগে, অকপট বার্তা বীরেন্দ্র সেহওয়াগের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সাত ম্যাচে কেবল দুই জয়, অতি জঘন্য খেলায় বেশ সমালোচিত হচ্ছে দুইবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ধীরগতির ব্যাটিং হোক কিংবা পরিকল্পনার অভাব, অধিনায়ক ইয়ন মর্গ্যান ও তার ম্যানেজমেন্টকে বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।
এবার কলকাতার এমন খারাপ খেলা নিয়ে অকপট বার্তা দিলেন বীরেন্দ্র সেহওয়াগ। প্রাক্তন এই ওপেনার নিজ মেজাজেই বলে ফেলেন, কেকেআরের খেলা অত্যন্ত বোরিং এবং এর জন্য ফাস্ট ফরোয়ার্ড করে খেলা দেখতে হয়।
এই নিয়ে সেহওয়াগ বলেছেন, "একেবারেই হজম হয় না যখন কলকাতা ওদের ব্যাটিং অর্ডার পরিবর্তন করে না। আমি যখন ওটিটি প্ল্যাটফর্ম, মোবাইল বা ল্যাপটপে সিনেমা দেখি, তখন আমি বোরিং দৃশ্যগুলি স্কিপ করে দিই। যখন কলকাতা নাইট রাইডার্স খেলে, তখন আমার বোরিং লাগে এবং আমাকে ফাস্ট ফরোয়ার্ড করে দেখতে হয় ওদের খেলা।"
এরপর সেহওয়াগ কলকাতার খারাপ খেলা নিয়ে বলেছেন, "কারণ ওরা সবার জন্য খেলাটিকে বোরিং করে দিয়েছে। প্রতি ম্যাচেই তারা একই ভুল করছে। এমনকি রান তাড়া করার সময়েও একই ভুল করছে। ওরা ভাগ্যবান ছিল যে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মর্গ্যান রান পেয়েছিল। কিন্তু তারা একই ভুল করে গিয়েছে। যদি একই ভুল বারবার হতে থাকে, তাহলে বুঝতে হবে টিম ম্যানেজমেন্ট সঠিক সিদ্ধান্ত নিচ্ছে না।"
শেষে কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্টকে একহাত নিয়ে সেহওয়াগ বলেছেন, "আপনারা যাই বলুন না কেন, যে আপনারা আপনাদের খেলোয়াড়দের পাশে আছেন। আমি বলছি না যে আপনারা আপনাদের খেলোয়াড়দের পাশে থাকেন না, কিন্তু এটুকু ভাবুন যে কি পরিবর্তন আপনারা করতে পারেন, যাতে ফলাফলে পরিবর্তন আসে।"
আগামী সোমবার লিগ টেবিলে তৃতীয় স্থানে থাকা।রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স। এবং এই ম্যাচে বেশ কিছু বদল হবে, সেটি নিঃসন্দেহে বলা যায়।