এই ব্রহ্মাস্ত্র থাকার কারণে মুম্বই অপরাজেয়, প্রশংসার বার্তা দিলেন বীরেন্দ্র সেহওয়াগ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : হাড্ডাহাড্ডি ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে শেষ মুহুর্তে বাজিমাত করে ফেলে মুম্বই ইন্ডিয়ান্স। মাত্র ১৫১ রান তাড়া করতে গিয়ে ঝোড়ো শুরু করে সানরাইজার্স হায়দ্রাবাদ। কিন্তু দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো আউট হওয়ার পর মুম্বইয়ের বোলাররা ম্যাচটিকে ধরে নেয় এবং হায়দ্রাবাদের মিডল অর্ডারকে কার্যত উড়িয়ে দেয়।
সব থেকে বেশি নজর কেড়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের ভরসা জসপ্রীত বুমরাহ। চার ওভারে মাত্র ১৪ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন তিনি। আর এই ক্রিকেটারকে মুম্বই ইন্ডিয়ান্সের ব্রহ্মাস্ত্র বলে সম্বোধন করলেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ। বুমরাহের প্রশংসা করে তিনি বলেছেন, "উনি (বুমরাহ) হলেন মুম্বই ইন্ডিয়ান্সের ব্রহ্মাস্ত্র, যতদিন তাদের কাছে ব্রহ্মাস্ত্র থাকবে, ওরা অজেয় থাকবে।"
এদিকে মুম্বই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্টের দুর্দান্ত স্ট্র্যাটেজির প্রশংসা করেছেন বীরেন্দ্র সেহওয়াগ। তিনি বলেছেন, "যখন জনি বেয়ারস্টো ক্রুণাল পান্ডিয়ার দুই ওভারে খুব মারছিল, সেই সময় সেই কারণে পোলার্ডকে আনা হয়েছিল। তারা ভেবেছিল যেভাবে বিজয় শঙ্কর বল করেছিলেন, পোলার্ডও একইভাবে কার্যকরী হবেন। তখন আমার মনে হয়েছিল আমরা হার্দিক পান্ডিয়াকে বল করতে দেখব। উনি ওনার স্লোয়ার বলের জন্য পরিচিত। এই কারণেই মুম্বই ইন্ডিয়ান্স টুর্নামেন্টের সেরা টিম, কারণ ওরা কম লক্ষ্য ডিফেন্ড করতে জানে এবং বড় টার্গেট তাড়া করতে পারে।"