পাঞ্জাবের বিরুদ্ধে রোহিতের এই সিদ্ধান্ত নিয়ে চরম সমালোচনা করলেন সেহওয়াগ-অজয় জাদেজা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নয় উইকেটে হারে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। চিপকে বারংবার ব্যাটিং বিপর্যয়ের মধ্যে পড়েছে মুম্বই, আর শুক্রবারের ম্যাচেও তাঁর অন্যথা হয়নি। ২০ ওভারে মাত্র ১৩১ রান তুলতে সক্ষম হয় মুম্বই।
আর এই হার নিয়ে রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠল। সব থেকে বড় প্রশ্ন হল, যখন কুইন্টন ডি কক আউট হলেন, তখন দুরন্ত ফর্মে থাকা সূর্যকুমার যাদবের পরিবর্তে আসেন ইশান কিশান, যিনি ১৭ বল খেলে মাত্র ছয় রান করতে পারেন। আর এই ধীরগতির ব্যাটিং দলের মোমেন্টাম নষ্ট করে দেয়।
মুম্বইয়ের এই স্ট্র্যাটেজি নিয়ে এবার প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ। তিনি বলেছেন, "যে ধরণের ফর্মে সূর্যকুমার ছিলেন, গতবার অর্ধশতরান করেছিলেন, হয়ত তিনি পাওয়ারপ্লের আরও বেশি সুবিধা নিতে পারতেন। হয়ত তিনি আগেই আউট হতেন কিন্তু ওনার কাছে আরও ভালো সুযোগ থাকত। আপনি এমন একজনকে নামাচ্ছেন যিনি গত চার ম্যাচে রানই পাননি (ইশান কিশান), এই আশায় যে তিনি আপনাকে রান এনে দেবেন কিন্তু এমন একজনকে নীচে নামাচ্ছেন যিনি গত চার ম্যাচে ২-৩ বার রান পেয়েছেন। যখন ২-৩ উইকেট পড়ে যান তখন ফর্মে থাকা খেলোয়াড়ের উপরেও চাপ পড়ে যায়।"
এদিকে রোহিতের অধিনায়কত্ব নিয়ে সেহওয়াগের কথায় সহমত পোষণ করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজা। তিনি বলেছেন, "আমরা বলছিলাম যে মুম্বই ইন্ডিয়ান্স ভালো খেলছে না কিন্তু তারা অন্তত ১৫০ করছে, কিন্তু আজ ওরা ভালো খেলেছে কিন্তু স্রেফ ১৩০ তুলেছে। এটি আমার ভাবনার বাইরে। আপনি খারাপ খেলতে পারেন, তাড়াতাড়ি আউট হতে পারেন কিন্তু ওরা এসেছিল নিজেদের বদ্ধ রেখে, যা ওদের ব্যাটিংয়ের ধরণ নয়। যদি আমরা পাওয়ারপ্লেতে ২-৩ দ্রুত উইকেট হারাই তাহলে সেটি বোঝা যায় কিন্তু এক্ষেত্রে তা হয়নি। তখন আপনি কেন আপনার ফর্মে থাকা খেলোয়াড় সূর্যকুমার যাদবকে তিনে খেলাননি। আমায় বলুন, আপনি কি বীরেন্দ্র সেহওয়াগকে বলবেন ওপেন না করে নীচে ব্যাট করতে?"
কেবল রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব বাদে বাকি কোনও ব্যাটসম্যানই স্বাভাবিক ছন্দে খেলতেই পারেনি। আর এর জেরে মাত্র ১৩১/৬ স্কোর করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। আর এই অল্প লক্ষ্য কেবল এক উইকেট হারিয়েই তুলে নেয় পাঞ্জাব কিংস।