কামিন্সের দুরন্ত ইনিংস সত্ত্বেও কেকেআরকে নিয়ে আবারও মজার ট্রোল করলেন বীরেন্দ্র সেহওয়াগ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ। এবং এই আইপিএল উৎসবে সেহওয়াগের সোশ্যাল মিডিয়া স্কিলস যেন আরও বেশি ফুটে ওঠে। বুধবার চেন্নাই সুপার কিংসের কাছে হেরে যায় কলকাতা নাইট রাইডার্স। শেষের দিকে প্যাট কামিন্স অসাধারণ একটি ইনিংস খেলেন, কিন্তু টেলএন্ডারদের নিয়ে সেই লক্ষ্যে পৌঁছতে পারেননি কামিন্স।
আর এই নিয়ে জনপ্রিয় বলিউড সিনেমা লাগানের তুলনা করলেন বীরেন্দ্র সেহওয়াগ। নিজের টুইটারে লাগানের একটি ছবি পোস্ট করেন সেহওয়াগ। যেখানে ভুবন (আমির খান) শেষ ব্যাটসম্যান হিসেবে আসা কাচরাকে বলছেন, "শুধু ছুঁয়েই দৌড়ও"। আর ছবির ক্যাপশনে সেহওয়াগ লিখেছেন, "শেষ কিছু কেকেআর ব্যাটসম্যানের উদ্দেশ্যে কামিন্স।" অর্থাৎ, আমির খানের সাথে কামিন্সের তুলনা করেছেন সেহওয়াগ, আর টেলএন্ডাররা হলেন কাচরা।
পাওয়ারপ্লেতে ৩১ রানে পাঁচ উইকেট পড়ার দরুণ কেকেআর একপ্রকার ম্যাচ থেকে বেরিয়ে গিয়েছিল। কিন্তু আন্দ্রে রাসেল ও দীনেশ কার্তিকের দুরন্ত পার্টনারশিপ কলকাতাকে ম্যাচে ফিরিয়ে আনে। কিন্তু দুজনে আউট হওয়ার পর একা কুম্ভ হয়ে লড়ছিলেন প্যাট কামিন্স। মাত্র ২৩ বলে নিজের অর্ধশতরান করেন তিনি। তবুও শেষে বরুণ চক্রবর্তী ও প্রসিধ কৃষ্ণা রান আউট হয়ে যাওয়ায় ম্যাচ জিতে যায় চেন্নাই।