আলিঙ্গনেই সমাপ্ত বিরাট-গম্ভীর বিতর্ক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আভাস ম্যাচের একদিন আগেই পাওয়া গিয়েছিল, তবে সরাসরি আলিঙ্গন? তা হয়তো কেউ কল্পনাও করেননি। বিরাট কোহলি-গৌতম গম্ভীরের চিড় খাওয়া সম্পর্ক আরও একবার জোড়া লাগলো চিন্নাস্বামী স্টেডিয়ামে। স্ট্র্যাটেজিক টাইম-আউটের সময় একে অপরের সাথে করমর্দন, আলিঙ্গনের মাধ্যমে সব জল্পনা-কল্পনা দূর করে দিলেন বিরাট-গম্ভীর।
কোহলির সাথে গম্ভীরের ঝামেলার সূত্রপাত ২০১৩ সালে। যখন গম্ভীর কেকেআর দলের অধিনায়ক ছিলেন। সেই সময় ম্যাচ চলাকালীন একে অপরের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে যান। একে অপরকে ধাক্কাও দেন। দলের অন্যান্য ক্রিকেটাররা তাদের আলাদা করেন। এরপরেও বেশকিছু আইপিএল ম্যাচে এক অপরের সাথে তর্ক-বিতর্কে জড়িয়েছেন তাঁরা।
২০২৩ সালে লখনউ সুপার জায়ান্টের মেন্টর ছিলেন গম্ভীর। লখনউ বনাম বেঙ্গালুরু ম্যাচের শেষেও ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা ঝামেলায় জড়িয়ে পড়েন।
আরও পড়ুন-চিন্নাস্বামীতে বেগুনী ঝড়ে কুপোকাত আরসিবি
তবে শুক্রবার বিরাট বনাম গম্ভীর, দিল্লির দুই অসামান্য ক্রিকেটারের আরও একবার ঝামেলা দেখার জন্য যখন সকলে প্রস্তুত ছিলেন ঠিক তখনই এক ইতিবাচক দৃশ্যর মাধ্যমে সকলকে চমকে দিলেন গম্ভীর ও বিরাট।
ম্যাচের প্রথম ইনিংসের ১৬ তম ওভারের শেষে টাইম-আউটের সময় গম্ভীর মাঠে ঢোকেন। তখন বিরাটও ছিলেন ক্রিজে। একে অপরের সাথে করমর্দন, কিছু কথা এবং সব শেষে মধুর আলিঙ্গনের পর মাঠ ছাড়েন গম্ভীর। বিরাট ও গম্ভীর দুজনেরই মুখে ছিল চওড়া হাসি। সকল সমালোচনা যেন হেসে উড়িয়ে দিলেন দুজনে, স্নেহের আলিঙ্গনে ভুলিয়ে দিলেন অতীতের তিক্ততা।