ক্রিকেট-ফুটবলের দারুণ মেলবন্ধন, পেপ গুয়ারদিওলাকে আরসিবি সমর্থক বানিয়ে দিলেন বিরাট কোহলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কোনও সন্দেহ নেই, বিশ্ব ফুটবলের অন্যতম সেরা কোচ হিসেবে নাম নেওয়া যায় পেপ গুয়ারদিওলার। এই মরশুমে ম্যানচেস্টার সিটির কোচ হয়ে চারটি খেতাব জেতার মুখে রয়েছেন পেপ। এরই মাঝে এবার পেপকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সমর্থক বানিয়ে ফেললেন অধিনায়ক বিরাট কোহলি।
সোশ্যাল মিডিয়ায় হঠাতই পেপ আরসিবির জার্সি হাতে পোজ দেন এবং এর জন্য ‘বন্ধু’ বিরাট কোহলিকে ধন্যবাদ জানান। এছাড়া গুয়ারদিওলা বলেছেন যে তিনি ক্রিকেট শিখতে চান। আসলে বিশিষ্ট স্পোর্টস সংস্থা পুমার একটি লাইভ সেশনে বসেন বিরাট কোহলি ও পেপ গুয়ারদিওলা। আর সেখানে আরসিবির জার্সি নিয়ে দাঁড়ান পেপ।
লাইভ সেশনে রয়্যাল চ্যালেঞ্জার্সের জার্সি ও ক্রিকেট নিয়ে গুয়ারদিওলা বলেছেন, “সময় এসে অবশেষে ক্রিকেটের নিয়মগুলি শেখার। ধন্যবাদ জানাতে চাই আমার বন্ধু বিরাট কোহলিকে। এবার তোমার পালা ম্যানচেস্টার সিটির জার্সি পড়ার।“
গত বছরে করোনার সময়েও এরকম একটি লাইভ সেশনে বসেছিলেন পেপ ও বিরাট। আর এই নিয়ে দ্বিতীয়বার এই দুই ক্রীড়াবিদ হাজির হয়েছেন। করোনার মধ্যে দর্শকদের ছাড়া খেলা অনেকটা প্রীতি ম্যাচের মতই বোঝায়। এই নিয়ে পেপ বলেছেন, “লোক ছাড়া, বিষয়টি এক হয় না। মনে হয় যেন প্রীতি ম্যাচ, কখনই একরকম হয় না। আমাদের এটি করতেই হয় কারণ খেলা চালিয়ে যেতে হবে। আমরা চাই যাতে তারা ফিরে আসুন। দর্শকদের ছাড়া পুরোপুরি ভিন্ন খেলা হয়ে যায়। তখন মনে হয় খারাপ মুহুর্তগুলো খুব অল্প খারাপ এবং ভালো মুহুর্তগুলো অল্প ভালো। বদ্ধ দরজার পিছনে খেলা সত্যিই অদ্ভুত।“
দর্শকদের না থাকা নিয়ে পেপের সাথে একমত বিরাট কোহলি। তিনি বলেছেন, “আমরা এখানে এসেছিলাম এবং তিন সপ্তাহ ধরে প্রস্তুতি করেছিলাম এবং আমি খুবই উৎসাহী ছিলাম কারণ গত ছয় মাসে এটি আমাদের প্রথম খেলা। যখন আমি মাঠে যাই, উৎসাহের পরিমাণ নেমে গিয়েছিল, কিছুই ছিল না। সমস্ত উচ্ছ্বাস এক মুহুর্তে চলে গেল।“