ভিডিও : বৃদ্ধ সিংহ শিকার করতে ভোলে না, তেমনিই আজও বড় ছয় মারতে ওস্তাদ মহেন্দ্র সিং ধোনি

সব্যসাচী ঘোষ : ইতিমধ্যেই আসন্ন আইপিএলের জন্য প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছে চেন্নাই সুপার কিংস। এম এ চিদাম্বরম স্টেডিয়ামে অনুশীলন শুরু করে দিয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আগামী মাস থেকে শুরু হওয়া এই মেগা ইভেন্টের জন্য নেটে ধুন্ধুমার ব্যাটিং শুরু করেছেন মহেন্দ্র সিং ধোনি, তাতে বোঝা যায় না যে গত কয়েক মাস তিনি ক্রিকেটের বাইরে ছিলেন।
চেন্নাই সুপার কিংস নিজেদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে অধিনায়ক ধোনি নেটে ব্যাটিং করছেন। কাট, পুল, ফরোয়ার্ড ডিফেন্স, ব্যাক ফুট ডিফেন্স – সবই করছেন সাবলীলভাবে। আর তারপর লম্বা লম্বা ছক্কা মারেন, যা গিয়ে আছড়ায় স্টেডিয়ামের দ্বিতীয় ধাপের গ্যালারিতে। ভিডিওটির ক্যাপশনে চেন্নাই সুপার কিংস লিখেছে, “মাহি ওয়ে অল দ্য ওয়ে।“
শুধু মহেন্দ্র সিং ধোনি নন, প্রস্তুতি শিবিরে হাজির হয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান অম্বাতি রায়ডু এবং তরুণ ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড়। এছাড়া তামিলনাড়ুর স্থানীয় তিন ক্রিকেটার নারায়ণ জগদীশন, আর সাই কিশোর, হরিশঙ্কর রেড্ডি এবং সি হরি নিশান্ত অনুশীলন করছেন।