ভিডিও : রবীন্দ্র জাদেজার বিখ্যাত তরোবারি সেলিব্রেশনের নকল করলেন মহেন্দ্র সিং ধোনি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মহেন্দ্র সিং ধোনির সাথে রবীন্দ্র জাদেজার সম্পর্ক অনেকটাই গুরু শিষ্যের মত। আইপিএলে চেন্নাই সুপার কিংস হোক কিংবা টিম ইন্ডিয়ায়, ধোনির অধীনে জাদেজা দারুণ সফল ছিলেন। এবারের আইপিএলেও দারুণ ছন্দে ছিলেন জাদেজা। ব্যাটে বিস্ফোরক, বলে নিপুণ এবং ফিল্ডিংয়ে চিতার মত স্পিড রয়েছে জাদেজার।
তবে জাদেজার সেলিব্রেশনও বেশ চমকদার। ব্যাট হাতে বড়সড় কৃতিত্ব তৈরি করার পর আকছারই তিনি ব্যাটটিকে তলোয়ার হিসেবে ঘোরান, যেরকমভাবে রাজপুতরা করে থাকেন। আসলে জাদেজাও তো রাজপুত বংশেরই লোক। এবার জাদেজার সেই তলোয়ার সেলিব্রেশনের নকল করলেন মহেন্দ্র সিং ধোনি।
চেন্নাই সুপার কিংস নিজেদের টুইটারে একটি ভিডিও প্রকাশ করে, যেখানে অনুশীলনের সময় ধোনি জাদেজার সেই সেলিব্রেশনের নকল করছেন। পাশে বসে থাকা রবিন উথাপ্পাও বেশ উপভোগ করছিলেন এই মুহুর্তটিকে।
স্থগিত হওয়া আইপিএলে অসাধারণ ফর্মে ছিলেন রবীন্দ্র জাদেজা। ব্যাট ও বল হাতে বেশ কার্যকরী ছিলেন চেন্নাই সুপার কিংসের জন্য। আর সেই কারণে চেন্নাই সুপার কিংস টপ চারে অবস্থান করেছিল।