বাধ্যতামূলক আইসোলেশন পর্ব কাটিয়ে বাড়ি ফিরলেন বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়র

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : জৈব বলয়ের মধ্যে প্রথম করোনা আক্রান্ত হিসেবে নজির গড়া কলকাতা নাইট রাইডার্সের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী এবং পেসার সন্দীপ ওয়ারিয়র অবশেষে বাড়ি ফিরলেন। ১০ দিনের বাধ্যতামূলক আইসোলেশন পর্ব সেরে তারা নিজেদের বাড়ি ফিরলেন।
এই নিয়ে বিসিসিআই এর এক আধিকারিক বলেছেন, "হ্যাঁ, বরুণ এবং সন্দীপ নিজেদের বাড়ি ফিরে গিয়েছেন। ওনারা ওনাদের ১০ দিনের বাধ্যতামূলক আইসোলেশন পূরণ করেছেন। যদিও, ফ্র্যাঞ্চাইজি হিসেবে কেকেআর তাদের স্বাস্থ্যের বিষয়ে পর্যবেক্ষণ করবে। ওনারা যথাক্রমে চেন্নাই ও কেরালায় আরটি-পিসিআর টেস্ট করাবেন।"
বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়রের পর করোনায় আক্রান্ত হন দিল্লি ক্যাপিটালসের অভিজ্ঞ স্পিনার অমিত মিশ্রা এবং সানরাইজার্স হায়দ্রাবাদের উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। আর তার পরেই গত ৪ মে আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নেয় বিসিসিআই। এরপর কলকাতা নাইট রাইডার্সের টিম সেইফার্ট ও প্রসিধ কৃষ্ণারও করোনা ধরা পড়ে।