পরিবারের পাশে থাকতে আইপিএল ছাড়লেন নীতিন মেনন, দেশে ফিরতে ব্যর্থ আম্পায়ার পল রাইফেল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : খেলোয়াড়দের পর এবার আম্পায়াররাও আইপিএল ছেড়ে ফিরে যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন। এবার আইপিএল ছাড়লেন দেশের অন্যতম সেরা আম্পায়ার হিসেবে বিবেচিত নীতিন মেনন। জানা গিয়েছে, তার মা ও স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন, আর সেই কারণে পরিবারের পাশে থাকতে আইপিএল ছাড়লেন নীতিন মেনন।
সদ্য ভারত-ইংল্যান্ড সিরিজে দারুণ আম্পায়ারিং করে সকলের প্রশংসা পেয়েছিলেন মেনন। এবার আইপিএলের মাঝপথে সরে যাওয়া নিয়ে এই আম্পায়ার বলেছেন, "আমি হাসপাতালে রয়েছি এবং আমার পরিবারের সদস্যদের খেয়াল রাখছি।" নীতিনের ফিরে যাওয়া নিয়ে বিসিসিআই এর এক আধিকারিক বলেছেন, "হ্যাঁ, নীতিন দ্রুতই চলে গিয়েছেন যেহেতু ওনার পরিবারের সদস্যদের করোনা পজিটিভ এসেছে এবং তিনি মানসিকভাবে ম্যাচ পরিচালনা করতে সক্ষম নন।"
এদিকে আইপিএল ছেড়ে নিজের দেশে ফিরে যেতে চেষ্টা করেছিলেন আর এক অভিজ্ঞ আম্পায়ার পল রাইফেল। অস্ট্রেলীয় এই আম্পায়ার বিমানে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু অস্ট্রেলিয়া সরকার ভারত থেকে আগত বিমান পরিষেবা বাতিল করার জেরে দেশে ফিরতে পারলেন না রাইফেল। ফলে এই মুহুর্তে আহমেদাবাদে নিজের হোটেলেই রয়েছেন রাইফেল এবং যেহেতু তিনি বলয় ছাড়েননি, তাই তিনি আম্পায়ারিংয়ের দায়িত্ব চালিয়ে যাবেন।
এই নিয়ে পল রাইফেল বলেছেন, "আমি চেষ্টা করেছিলাম, কিন্তু দোহা দিয়ে যাওয়া বিমানটি আমায় নিতে চায়নি কারণ আমি অস্ট্রেলিয়ান ছিলাম। ওরা অ্যাভেনিউ বন্ধ করে দিয়েছিল। আমি জানতাম কিছু লোক ঐভাবে ফিরে গিয়েছিল। কিন্তু অ্যাভেনিউ বন্ধ থাকায় আমায় থেকে যেতে হয়েছে।"
ইতিমধ্যেই তিন অস্ট্রেলীয় খেলোয়াড় অ্যান্ড্রু টাই, কেন রিচার্ডসন এবং অ্যাডাম জাম্পা দেশে ফিরে গিয়েছেন। যদিও বাকি বিদেশী খেলোয়াড় ও সদস্যদের নির্দিষ্ট গন্তব্যস্থলে ফিরিয়ে দেওয়ার আশ্বস্ত করেছে বিসিসিআই।