বড় খবর! সংযুক্ত আরব আমিরশাহিতে হবে আইপিএল ২০২১ এর বাকি ৩১ ম্যাচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আজ অর্থাৎ শনিবার বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভার একটি ইস্যু ছিল আইপিএল ২০২১ এর বাকি ৩১ ম্যাচ আয়োজন। আর সেই ম্যাচগুলি কোথায় আয়োজিত হবে, সে নিয়ে ছিল আলোচনা।
বিসিসিআইয়ের শীর্ষকর্তারা এই সভায় একত্রে সিদ্ধান্ত নিয়েছেন, আইপিএলের দ্বিতীয় পর্ব আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। মূলত সেপ্টেম্বর-অক্টোবর মাসে ভারতে খারাপ আবহাওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে।
এই নিয়ে জয় শাহ বিবৃতিতে জানিয়েছেন, "বিসিসিআই শনিবার ঘোষণা করেছে যে আইপিএল ২০২১ এর বাকি ম্যাচ আয়োজন করবে সংযুক্ত আরব আমিশাহি, যেহেতু সেপ্টেম্বর-অক্টোবর মাসে ভারতে বর্ষাকাল থাকে।"
আইপিএলের বাকি ৩১ ম্যাচ আয়োজনের দৌড়ে এগিয়ে ছিল ইংল্যান্ড ও সংযুক্ত আরব আমিরশাহি। কিন্তু গত বছর সফলভাবে আয়োজন করার জন্য, এবং ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজের সূচিতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের প্রস্তাবে পরিবর্তন না করার জন্য, সংযুক্ত আরব আমিরশাহিকেই আবারও আয়োজনের দায়িত্ব দেওয়া হল।