ফের ফিক্সিং-বেটিংয়ের ছায়া আইপিএলে, বলয়ের সুরক্ষা ভেদ করে স্টেডিয়ামে আগমণ দুই বুকির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএলের জৈব সুরক্ষা বলয় নাকি সব থেকে সুরক্ষিত, এমনই দাবি করে এসেছে বিসিসিআই। কিন্তু সেই বলয়ের মধ্যেই প্রবেশ করে নিল দুইজন বুকি, এমনকি স্টেডিয়ামে এসে ম্যাচও দেখে গেল, অথচ তাতে হুঁশ ছিল না কারোরই। আবারও ফিক্সিং-বেটিংয়ের কালো ছায়া পড়ল আইপিএলে।
জানা গিয়েছে, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন দুইজন বুকি। আর সেই ম্যাচটিই ছিল স্থগিত হওয়া আইপিএলের দ্বিতীয় শেষ ম্যাচ, যেখানে ৫৫ রানে জিতেছিল রাজস্থান।
ইতিমধ্যেই পুলিশ সেই দুই বুকিকে গ্রেফতার করেছে এবং আইপিসি ও অতিমারি আইনের অধীনে এফআইআর জারি করা হয়েছে। জানা গিয়েছে, দুই বুকির নাম কৃষাণ গর্গ এবং মনীশ কানসাল। নকল অ্যাক্রিডিটেশন কার্ড বানিয়ে স্টেডিয়ামে প্রবেশ করেছিলেন এই দুই বুকি। তাদের আপাতত পাঁচ দিনের পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, এই দুই বুকি ম্যাচটিতে ফিক্সিং করার জন্য এসেছিলেন। তবে ভিআইপি লাউঞ্জে যাওয়ার আগে ধরা পড়ে যায় তারা। যদিও ফিক্সিংয়ের বিষয়ে কোনও যথার্থ উত্তর দিতে পারেনি তারা। পুলিশের অনুমান, এই দুই বুকির পিছনে রয়েছে একটি বড় ফিক্সিং চক্র।