Twitter Reactions : আরসিবির অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট কোহলি, মেনে নিতে পারছেন না ক্রিকেটপ্রেমীরা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার রাতে একেবারে সকলকে আবারও অবাক করে দেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় বিরাট কোহলি ঘোষণা করেছেন, চলতি মরশুমের পর আরসিবির অধিনায়কত্ব ছাড়বেন। বলা বাহুল্য, কয়েক দিন আগে টি২০ আন্তর্জাতিকে অধিনায়কত্বের দায়িত্ব ছাড়ার বার্তা দেন বিরাট।
আরসিবি দ্বারা প্রকাশিত ভিডিও বার্তায় বিরাট বলেন, "আরসিবির অধিনায়ক হিসেবে এটিই আমার শেষ আইপিএল। আমি আরসিবির একজন খেলোয়াড় হিসেবে আমার শেষ আইপিএল ম্যাচ অবধি খেলে যাব। আমি সকল আরসিবি সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই যারা আমার উপর বিশ্বাস করেছেন এবং ভরসা দিয়েছেন।"
আর এই খবর আসার পর থেকে সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য ছড়ায়। নেটিজেনদের অনেকেই বিরাটের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে। অনেক আরসিবি সমর্থক এই বিষয়টি মেনে নিতে পারছেন না। বলা বাহুল্য, বিরাটের অধিনায়কত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর গত আট বছরে একবারও আইপিএল ট্রফি জিততে পারেনি। ২০১৬ সালে ফাইনালে উঠলেও সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে হেরে যায়।
সোশ্যাল মিডিয়ায় এই ভাবে ক্রিকেট প্রেমী ও বিশেষজ্ঞরা প্রতিক্রিয়া জানিয়েছেন -