স্বস্তির খবর নাইট শিবিরে, প্রথম ম্যাচে খেলবেন না সানরাইজার্স হায়দ্রাবাদের এই তারকা ক্রিকেটার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার অর্থাৎ ১১ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স নিজেদের আইপিএল অভিযান শুরু করবে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। হায়দ্রাবাদের টিম অত্যন্ত শক্তিশালী, এবং নাইটদের পক্ষে মুশকিল হবে প্রাক্তন আইপিএল চ্যাম্পিয়নদের হারানো। এই পরিস্থিতিতে প্রথম ম্যাচের আগে বড় সুবিধা পেল নাইটরা।
সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্রথম ম্যাচ খেলবেন না তারকা ইংরেজ ওপেনার জেসন রয়। গত শনিবার চেন্নাইয়ে হায়দ্রাবাদের শিবিরে যোগ দিয়েছিলেন রয়। আর এর জেরে বিসিসিআইয়ের করোনা প্রোটোকল অনুযায়ী, সাত দিন কোয়ারেন্টিনে থাকতে হবে রয়কে। আর এর জেরে প্রথম ম্যাচ তো বটেই, দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধেও খেলবেন না রয়।
ফলে বেশ অস্বস্তিতে পড়ল সানরাইজার্স শিবির। এর জেরে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সাথে জনি বেয়ারস্টো অথবা ঋদ্ধিমান সাহা ওপেনিং নামতে চলেছেন। আইপিএল শুরুর আগে দল থেকে অব্যাহতি নিয়েছিলেন তারকা অসি অলরাউন্ডার মিচেল মার্শ, আর এর জেরে বদলি হিসেবে আসেন জেসন রয়। যদি তিনি ভারত সিরিজে থাকা ইংল্যান্ডের জৈব বলয় থেকে সরাসরি যোগ দিতেন, তাহলে তাকে কোয়ারেন্টিনে থাকতে হত না। কিন্তু সেই বলয় থেকে বেরিয়ে এসেছেন বলে আবারও সাত দিনের কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে এই বিধ্বংসী ইংরেজ ওপেনারকে।