বড় ধাক্কা সানরাইজার্সের জন্য, বিশেষ কারণে খেলবেন না তারকা এই বিদেশী ক্রিকেটার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন আইপিএল শুরু হওয়ার আগে জোর ধাক্কা খেল সানরাইজার্স হায়দ্রাবাদ। ২০১৬ সালের আইপিএল জয়ী এই ফ্র্যাঞ্চাইজি থেকে ছিটকে গেলেন তারকা অসি অলরাউন্ডার মিচেল মার্শ। জানা গিয়েছে, কয়েক দিন আগে বিসিসিআই এবং সানরাইজার্স হায়দ্রাবাদকে মার্শ জানিয়েছেন, দীর্ঘ সময় জৈব সুরক্ষা বলয়ে থাকার জেরে তিনি এই টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।
তবে মার্শের পরিবর্তও ইতিমধ্যে খুঁজে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ভারতের বিরুদ্ধে সদ্য টি২০ সিরিজে ভালো পারফর্ম করা ইংল্যান্ডের এক তারকা ব্যাটসম্যানকে মিচেল মার্শের পরিবর্ত হিসেবে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। যা সম্ভাবনা, তাতে জেসন রয়কে নিতে চলেছে হায়দ্রাবাদ। আগামী দুই-একদিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা করবে হায়দ্রাবাদ।
২০২০ এর নিলামে মিচেল মার্শকে বেস প্রাইস দুই কোটি টাকা দিয়ে কিনলেও গোটা মরশুমে তাঁকে পায়নি হায়দ্রাবাদ। সংযুক্ত আরব আমিরশাহিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে লিগের প্রথম ম্যাচে গোড়ালিতে চোট পান মার্শ, যার জেরে গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে যান তিনি। আর এই অসি অলরাউন্ডারের পরিবর্তে আনা হয় ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারকে।