ধোনির চেন্নাইয়ের হয়ে খেলতে চেয়েছিলেন বিরাট কোহলির আরসিবির এই তারকা ক্রিকেটার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : খেলছেন একটি আইপিএল দলের হয়ে, কিন্তু ইচ্ছা ছিল অন্য একটি আইপিএল দলের হয়ে খেলার! এরকমই দাবি করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিক। রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে কার্তিক জানিয়েছেন, চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে চেয়েছিলেন তিনি।
আইপিএলের প্রথম সংস্করণ থেকে খেলছেন দীনেশ কার্তিক। এখনও অবধি ছয়টি দলের হয়ে খেললেও নিজের রাজ্যের দল চেন্নাই সুপার কিংসের হয়ে সুযোগ পাননি কখনও। সেই আক্ষেপই প্রকাশ করলেন কার্তিক।
সাক্ষাৎকারে কার্তিক বলেছেন, "যখন নিলাম চলছিল, আমি ভেবেছিলাম চেন্নাই আমাকে নেবে কারণ আমি চেন্নাইয়ের ছেলে। আমি খুব বোকা বোকা একটা ধারণা নিয়ে চলছিলাম।"
সেই সময়ে চেন্নাই দলের সাথে যুক্ত ছিলেন ভিবি চন্দ্রশেখর, যিনি কার্তিককে রঞ্জি ট্রফি, ইন্ডিয়া এ ও জাতীয় দলে নির্বাচন করেছিলেন। ফলে কার্তিক আশা করেছিলেন, চন্দ্রশেখর সিএসকেতে তাকে নিয়ে আসবেন। এই নিয়ে দীনেশ বলেছেন, "আমার প্রতি ওনার একটা সহানুভূতি ছিল। তাই আমি ভেবেছিলাম, ভিবি চন্দ্রশেখর যখন রয়েছেন, উনি আমায় বাছবেন।"
এরপর কার্তিক জানান, যখন মহেন্দ্র সিং ধোনিকে চেন্নাই সই করায়, তখনই তিনি বুঝেছিলেন চেন্নাই দলে তার জায়গা হবে না। এই নিয়ে কার্তিক বলেছেন, "যখন ওকে সিএসকে বাছল, আমি বুঝে গেলাম আমি এই দলের অংশ হব না। কারণ আমরা দুজনেই ভারতীয় দলের সদস্য ছিলাম এবং আমি সব সময় ওর পিছনেই ছিলাম। তাই আমি জানতাম ওরা একই দলে আমায় বাছবে না।"