খারাপ খবর আরসিবির জন্য, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে থাকবেন না এই তারকা ক্রিকেটার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ৯ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিজেদের এবং এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচ খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর এই পরিস্থিতিতে অত্যন্ত খারাপ খবর রয়েছে আরসিবির জন্য। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হেভিওয়েট ম্যাচে থাকবেন না তারকা অসি লেগ স্পিনার অ্যাডাম জাম্পা।
এই নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ডিরেক্টর অফ ক্রিকেট মাইক হেসন ফ্র্যাঞ্চাইজির টুইটারে প্রকাশিত ভিডিওতে জানিয়েছেন। নিজের বিয়ের জন্য এই ম্যাচ খেলতে পারবেন না জাম্পা। এই নিয়ে হেসন বলেছেন, “আমরা আমাদের পুরো বিদেশি কোটার খেলোয়াড়দের প্রথম ম্যাচে পাব না। অ্যাডাম জাম্পার বিয়ে হতে চলেছে। এটি একটি গুরুত্বপূর্ণ ম্যাচ এবং ফ্র্যাঞ্চাইজি হিসেবে আমরা সক্রিয় এবং আমরা এই বিষয়টি সম্মান করছি এবং আমরা আশা করছি উনি একটি ভালো সময় কাটান। যাতে তিনি যখন আমাদের সাথে যোগ দেন, আবারও তিনি আমাদের জন্য বড় অবদান দিতে পারবেন টুর্নামেন্টের জন্য।“
ইতিমধ্যেই আরসিবির কয়েক জন খেলোয়াড় চেন্নাইয়ে পৌঁছেছেন এবং কোয়ারেন্টিনে রয়েছেন। এদিকে হেড কোচ সাইমন ক্যাটিচ নথিপত্রগত সমস্যার জেরে আসতে দেরি হবে। আগামী ১ এপ্রিলের মধ্যে বাকি বিদেশি খেলোয়াড়রা চলে আসবেন। আর ভারতীয় দলের খেলোয়াড়রা ওয়ানডে সিরিজের পরেই দলে যোগ দেবেন।