মুম্বই ইন্ডিয়ান্সের শক্তি বাড়াতে দলে যোগ দিয়েছেন এই দুরন্ত কিউই পেসার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এবারের আইপিএলের অন্যতম সেরা বোলিং লাইন আপ নিঃসন্দেহে মুম্বই ইন্ডিয়ান্সের রয়েছে। ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ, নাথান কুল্টার নাইল, রাহুল চাহারের মত দুর্দান্ত বোলারদের নিয়ে প্রতি ম্যাচেই লড়াই করেছে মুম্বই। যদিও চিপকে পাঁচ ম্যাচে তিনটি হার নিয়ে এবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন।
এই অবস্থায় এবার দিল্লির শিবিরে মুম্বইয়ের সাথে যোগ দিলেন তারকা কিউই পেসার স্কট কুগলজেইন। যদিও মূল দলে নয়, রিজার্ভ হিসেবে এসেছেন তিনি। অর্থাৎ কোনও খেলোয়াড় চোট পেলে তিনি তার জায়গায় মূল স্কোয়াডে ঢুকে যাবেন। এই নিয়ে আর এক কিউই অলরাউন্ডার জিমি নিশাম নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেন, যেখানে কুগলজেইন পুল টেবিলে খেলছেন।
যদিও এর আগে আইপিএল খেলেছেন কুগলজেইন। ২০১৯ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন এই কিউই পেসার, যেখানে দুটি উইকেট নিয়েছিলেন তিনি। তবে নিউজিল্যান্ডের হয়ে বেশি ম্যাচ খেলেননি এই দ্রুতগতির বোলার। কেবল ১৬টি টি২০ ও দুটি ওয়ানডে খেলেছেন। তবে তার দ্রুত বোলিং কার্যকরী হবে মুম্বইয়ের পেস অ্যাটাকে।