বড় ধাক্কা আরসিবির, টুর্নামেন্টের মাঝপথে দেশে ফিরে যাচ্ছেন এই দুই তারকা বিদেশী

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার চেন্নাই সুপার কিংসের কাছে বাজেভাবে হেরে টানা পাঁচ ম্যাচ জয়ের ধারাকে ভেঙে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই পরিস্থিতিতে দলের জন্য আরও খারাপ খবর সামনে এসেছে। আরসিবি শিবির ছেড়ে দেশে ফিরে যাচ্ছেন দুই অসি ক্রিকেটার কেন রিচার্ডসন এবং অ্যাডাম জাম্পা।
এই নিয়ে সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিজেদের সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে, ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছেন এই দুই ক্রিকেটার। আর এর পাশাপাশি আইপিএলের বাকি সময়েও এই দুই ক্রিকেটারকে পাওয়া যাবে না। যদিও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই দুই ক্রিকেটারের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে।
আর এর জেরে প্রশ্ন উঠেছে, এই মহামারির সময়ে কি আইপিএল করা সত্যিই যথোপযুক্ত? যেভাবে একের পর এক বিদেশী ক্রিকেটাররা ফিরে যাচ্ছেন। এমনকি, দেশের ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনও বিরতি নিয়েছেন আইপিএল থেকে, সেখানে এই টুর্নামেন্ট পরিচালনা নিয়ে প্রশ্ন উঠছেই।