ইয়ন মর্গ্যানের অনুপস্থিতিতে এই তিন খেলোয়াড় নেতৃত্ব দিতে পারেন কলকাতা নাইট রাইডার্সকে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময় আইপিএল ২০২১ এর দ্বিতীয় পর্ব শুরু হবে। সংযুক্ত আরব আমিরশাহিতে পুনরায় এই টুর্নামেন্ট শুরুর আগে জোর ধাক্কা পেয়েছে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি। ফিউচার ট্যুর প্রোগ্রামে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় ইংল্যান্ডের ক্রিকেটাররা আইপিএলের বাকি ৩১ ম্যাচে অংশ নেবেন না।
আর এর জেরে বড় ক্ষতির মুখে পড়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের বাকি ম্যাচ খেলতে পারবেন না অধিনায়ক ইয়ন মর্গ্যান। বিশ্বকাপজয়ী এই অধিনায়ক গত বছর টুর্নামেন্টের মাঝপথে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন। তবুও কেকেআরের সাফল্য বাড়েনি। ফলে নতুন অধিনায়ক নিয়ে আইপিএলের বাকি ম্যাচ খেলবে কেকেআর। এই পরিস্থিতিতে, দলে এমন তিনজন খেলোয়াড় রয়েছেন, যারা মর্গ্যানের পরিবর্তে অধিনায়কত্বের ভার নিতে সক্ষম।
১. দীনেশ কার্তিক -
২০১৮ সালে এই ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান কেকেআরের অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন। এরপর আড়াই মরশুম সে দায়িত্ব বেশ ভালোভাবেই সামলেছেন। ২০১৮ সালে তার নেতৃত্বে কলকাতা সেমিফাইনালে পৌঁছেছিল, তার পরের বছর অল্পের জন্য প্লে অফসে উঠতে পারেনি। ফলে এই পরিস্থিতিতে স্বাভাবিক ব্যাপার হবে যে মর্গ্যানের অনুপস্থিতিতে দীনেশ কার্তিককেই আবারও দায়িত্ব দেওয়া যায়।
২. শুভমন গিল -
দিল্লি ক্যাপিটালস বা মুম্বই ইন্ডিয়ান্সের স্ট্র্যাটেজি মেনে এই চমক দিতেই পারে কলকাতা নাইট রাইডার্স। স্থগিত হওয়া টুর্নামেন্টে কলকাতার অফ ফর্মকে কাটাতে নতুনত্বের ছোঁয়া আনতে পারে ম্যানেজমেন্ট। আর সেখানে তরুণ ওপেনার শুভমন গিলকে দেওয়া যেতে পারে অধিনায়কত্বের ভার।
কেকেআরের ভবিষ্যতের সম্পদ শুভমন গিলকে আগামী দিনের অধিনায়ক হিসেবে ভাবনাচিন্তায় রয়েছে ম্যানেজমেন্ট। আর সেখানে এই বাকি ৩১টি ম্যাচ লিটমাস টেস্ট হতে পারে ২১ বছরের এই পাঞ্জাব তনয়ের জন্য। কে বলতে পারে, এই ৩১ ম্যাচে ভালো অধিনায়কত্ব করে পূর্ণ সময়ের অধিনায়কত্বও পেতে পারেন।
৩. নীতিশ রানা -
অভিনবত্ব আনতে গেলে আরও একটি অপশন হিসেবে আসবেন নীতিশ রানা। দিল্লির এই বাঁ হাতি ব্যাটসম্যান কলকাতা নাইট রাইডার্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। চলতি আইপিএলেও ভালো ছন্দে ছিলেন তিনি। এই পরিস্থিতিতে ম্যানেজমেন্ট চাইলে অধিনায়কত্ব দিতে পারেন রানাকে।
২৭ বছরের এই অভিজ্ঞ ব্যাটসম্যানের মধ্যে এক নেতৃত্বসুলভ আচরণ রয়েছে। দায়িত্ব সহকারে ইনিংস গড়ার বড় গুণ রয়েছে রানার। আর এর জেরে এমন ঠান্ডা মাথার এক ব্যাটসম্যানকে অধিনায়ক হিসেবে রাখার চমকটি দিতেই পারে কেকেআর।