দুঃসংবাদ! আইপিএলের প্রথম সপ্তাহে খেলবেন না এই দেশের ক্রিকেটাররা, রয়েছে বড় সুখবরও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই আইপিএল ২০২১ এর দ্বিতীয় পর্বের সূচি ঘোষিত হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহিতে হওয়া টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি আয়োজনের তোড়জোড় চলছে। এরই মাঝে আইপিএলে আবারও এল বড় বাধা।
দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা হয়ত আইপিএল শুরুর প্রথম সপ্তাহের খেলা মিস করতে পারেন। ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাডার মত আন্তর্জাতিক ক্রিকেট খেলা প্রোটিয়া খেলোয়াড়রা আইপিএলের আগেই শ্রীলঙ্কা সফরে থাকবেন। তিনটি ওয়ানডে ও তিনটি টি২০ আন্তর্জাতিকের সিরিজ খেলবে এই দুই দেশ। যা ২-১৪ সেপ্টেম্বর অবধি হবে।
যার জেরে আইপিএল শুরুর, অর্থাৎ ১৯ সেপ্টেম্বরের পাঁচ দিন আগে সিরিজ শেষ হবে। এর ফলে শ্রীলঙ্কা থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে গিয়ে সেখানে কোয়ারেন্টিনে থেকে আবারও ফিরে আসতে আসতে আইপিএলের প্রথম সপ্তাহ শেষ হয়ে যাবে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের।
তবে এর পাশাপাশি একটি সুখবরও রয়েছে। ইংল্যান্ড দলের আসন্ন বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর আগে ইংল্যান্ড দলের ডিরেক্টর অ্যাশলে জাইলস জানিয়েছিলেন যে আইপিএল চলাকালীন বাংলাদেশ সফরে ইংল্যান্ডের ক্রিকেটাররা খেলবে আর এর জেরে আইপিএলের জন্য ইংরেজ ক্রিকেটাররা থাকবেন না। কিন্তু বাংলাদেশে করোনা পরিস্থিতির জেরে সিরিজ স্থগিত হতে পারে। যার জেরে বাংলাদেশ ও ইংল্যান্ডের ক্রিকেটাররা আইপিএলে যোগ দিতে পারেন, এমন সম্ভাবনা তৈরি হচ্ছে।