নিজের দুর্দান্ত ফ্লিক শটের এই দারুণ রহস্য ফাঁস করে দিলেন সূর্যকুমার যাদব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেলেও প্রথম ইনিংসে ব্যাটিং ভরাডুবির মধ্যে পড়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। কেবল ১৫২ রানে অল আউট হয়ে যায় পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন। এবং সেই ভরাডুবির মাঝে দারুণ ব্যাটিং করেছিলেন সূর্যকুমার যাদব।
মুম্বইয়ের এই তারকা ক্রিকেটার ৩৬ বলে ৫৬ রানের দারুণ ইনিংস খেলেন। তবে তাঁর ইনিংসের অন্যতম সেরা শট হচ্ছে যেখানে সূর্য নিজের চিরাচরিত ফ্লিক শটে প্যাট কামিন্সকে ছয় মারেন, যা ৯৯ মিটার যায়। সূর্যকুমারের খেলার বড় বৈশিষ্ট্য হল এই ফ্লিক শট, যা তাকে গত বছর থেকে সাফল্য দিয়ে এসেছে। এবার এই অসাধারণ শট রপ্ত করার রহস্য জানিয়ে দিলেন সূর্য।
আইপিএলের ওয়েবসাইটে প্রকাশিত একটি ভিডিওতে মুম্বইয়ের পেসার ট্রেন্ট বোল্ট সাক্ষাৎকার নেন সূর্যর। আর সেখানে তাকে বোল্ট জিজ্ঞেস করেন যে কিভাবে তিনি এই শট খেলা শুরু করলেন। এর জবাবে সূর্য বলেছেন, "আমার বাল্যকালে, সিমেন্টের পিচে আমি প্রচুর রবার বল ক্রিকেট খেলতাম, আর বাউন্ডারি কেবল একটি দিকেই ছিল যা ৯০-৯৫ মিটার দীর্ঘ ছিল। তো সেখান থেকে এই শটটা এসেছে।"
এরপর সূর্য নিজের পারফর্মেন্স নিয়ে বলেছেন, "আমি উপভোগ করছি যা আমি করছি এবং আশা করছি, দলের হয়ে একই কাজ করে যাব। আমি জিনিসগুলিকে খুব সরল রাখতে চাই। বিষয়গুলিকে জটিল করি না। আমি জানি গত দুই তিন বছরে আমি এই জায়গায় থেকে কি করেছি। আমি শুধু যাই আর নিজেকে প্রকাশ করি।"