আইপিএল ২০২০তে বিরাটের সাথে স্লেজিংয়ের মুহুর্তটি উপভোগ করেছিলেন সূর্যকুমার যাদব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল ২০২০ সালের অন্যতম সেরা মুহুর্ত হিসেবে ছিল বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবের সেই চোখাচুখির মুহুর্ত। দুই তারকা ক্রিকেটারের এভাবে মুখোমুখি হওয়ার মুহুর্তটি নিয়ে ক্রিকেট বিশ্ব আলোচনায় মেতে ছিল।
দুর্দান্ত খেলা সূর্যকুমার যাদবকে চাপে ফেলতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি স্লেজিংয়ের সাহায্য নিয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও ৪৩ বলে অপরাজিত ৭৯ রান করে মুম্বই ইন্ডিয়ান্সকে ম্যাচ জিতিয়েছিলেন সূর্য। আর সেই বছরের অসাধারণ ফর্মের জেরে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে সুযোগ পান সূর্য। আর সেখানে বিরাট কোহলির নেতৃত্বে দারুণ ব্যাটিং করেন তিনি।
এক বছর পেরিয়ে গেলেও সূর্য ও বিরাটের এই মুহুর্তটি আজও সকলের মনে থেকে গিয়েছে। আর সেই উত্তেজক মুহুর্তটিকে বেশ উপভোগ করেছিলেন, তা স্বীকার করলেন সূর্যকুমার যাদব। মুম্বই ইন্ডিয়ান্সের লাইভ চ্যাটে এসে সূর্য স্বীকার করেছেন, তিনি খুশি হয়েছিলেন বিরাটের স্লেজিংয়ে।"
এই নিয়ে সূর্য বলেছেন, "আমি শুধু নয়, ও (বিরাট) যে কোনও ব্যাটসম্যানের উপর এসে পড়ে যারা ওর বিরুদ্ধে ব্যাট করছে। আমি খুশি যে ও আমায় স্লেজ করেছিল। এর অর্থ ছিল যে কোহলিও জানত যে আমি যদি ব্যাট করি, আমরা ম্যাচ জিতে যাব আর যদি ওরা আমায় উইকেট পায়, তাহলে ওরা আমাদের থামিয়ে দিতে পারবে এবং সুযোগ তৈরি করতে পারবে।"
এরপর সূর্য বলেছেন, "আমি পিচে একজন ঠান্ডা মাথার মানুষ, তাই আমি এই ধরণের প্রতিদ্বন্দ্বীতায় যাই না। কিন্তু আবু ধাবিতে এরকম একটি মুহুর্ত হয়েছিল, তাই আমার মনে হয় এটি সেই প্রতিদ্বন্দ্বীতার আওতায় পড়বে।"
সেই বছর ১৬ ম্যাচে ৪৮০ রান করেছিলেন সূর্য, আর স্ট্রাইক রেট ছিল ১৪৫.০১। দুর্দান্ত এই পারফর্মেন্সের জেরে জাতীয় দলে ডাক পেয়েছিলেন মুম্বইয়ের এই তারকা ব্যাটসম্যান।