কেন তিন নম্বরে নেমেছিলেন ইশান কিশান? কারণ ব্যাখ্যা করলেন সূর্যকুমার যাদব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নয় উইকেটে হারে মুম্বই ইন্ডিয়ান্স। এবং এই হারের জন্য প্রবলভাবে সমালোচিত হচ্ছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। ব্যাটিংয়ে চরম ব্যর্থতার জেরে এই হার, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
তবে অধিনায়ক রোহিত শর্মা ও মুম্বই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্টের একটি সিদ্ধান্ত নিয়ে হতবাক হয়েছেন সকলে। তা হল, ফর্মে থাকা সূর্যকুমার যাদবের পরিবর্তে তিন নম্বরে অফ ফর্মে থাকা ইশান কিশানকে কেন নামানো হয়েছে? এই নিয়ে এবার জবাব দিলেন খোদ সূর্যকুমার যাদব।
ম্যাচের পরে মুম্বইয়ের এই তারকা ক্রিকেটার এই সিদ্ধান্ত নিয়ে বলেছেন, "ইশানের উঠে আসা পুরোপুরি ছিল ম্যানেজমেন্টের সিদ্ধান্ত এবং আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে বাঁ হাতি আউট হলে আর এক বাঁ হাতি নামবে। আমি আর ও (ইশান) একই ধরণের ভূমিকা নিয়েছিলাম গত কয়েক বছর ধরে। তাই আমি পুরোপুরি সহমত ছিলাম। আমরা দুজনেই সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা একই কাজ করব যা বাকিরা সিদ্ধান্ত নিয়েছে আর আমরা নিজেদের পরিকল্পনায় পরিস্কার ছিলাম।"
এই হারের জেরে পাঁচ ম্যাচে কেবল চার পয়েন্ট নিয়ে চেন্নাই পর্ব শেষ করল মুম্বই ইন্ডিয়ান্স। এরপর দিল্লিতে আগামী চারটি ম্যাচ খেলবে মুম্বই। এখন দেখার, দেশের রাজধানীতে আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজির ভাগ্য ফেরে কিনা।