সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল স্থানান্তরিত হওয়ায় ট্রোলের মুখে পড়লেন সুরেশ রায়না

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার বিসিসিআইয়ের বিশেষ সাধারণ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএলের বাকি ৩১ ম্যাচ আয়োজিত হবে। আর এই খবর শুনে খুশি ভারতীয় ক্রিকেট মহল। কার্যত এমনটাই হওয়ার ছিল যেহেতু ইংল্যান্ড টেস্ট সিরিজের সূচি পরিবর্তনে সায় দেয়নি।
তবে এই সিদ্ধান্তের পর জোরদার ট্রোলের সম্মুখীন হন চেন্নাই সুপার কিংসের তারকা ক্রিকেটার সুরেশ রায়না। কিন্তু হঠাতই কেন ট্রোলের শিকার হতে হয়েছে রায়নাকে? আসলে এই ঘটনার পরিপ্রেক্ষিত হল গত বছরের বিতর্ক।
গত বছর সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল ২০২০ আয়োজিত হয়েছিল। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে চেন্নাই সুপার কিংসের শিবির ছেড়ে দেশে ফিরে গিয়েছিলেন সুরেশ রায়না। সেখানে গুঞ্জন উঠেছিল যে হোটেলের ঘর সংক্রান্ত কারণে ম্যানেজমেন্টের সাথে ঝামেলায় দেশে ফিরে গিয়েছিলেন রায়না। জল্পনা উঠেছিল, জৈব বলয়ের দমবন্ধ পরিবেশ থেকে বের হতে বারান্দা থাকা ঘর চেয়েছিলেন রায়না, যা দেয়নি চেন্নাই সুপার কিংস।
যদিও দেশে ফিরে রায়না জল্পনার অবসান ঘটিয়ে জানিয়েছিলেন যে পারিবারিক কারণে তিনি দেশে ফিরে এসেছিলেন। দুষ্কৃতীদের হাতে খুন হয়েছিলেন তার এক কাকা। আর তারপর তার এক আত্মীয় রোগভোগেও প্রয়াত হয়েছিল। ফলে পরিবারের পাশে দাঁড়াতে দেশে ফিরেছিলেন বলে জানিয়েছিলেন রায়না।
কিন্তু সেই বারান্দা সহ ঘর নিয়েই জোর ট্রোলের মুখে পড়েছেন সুরেশ রায়না। আর সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা মজা উড়িয়েছেন। এক নজরে দেখে নিই সেই ট্রোল পোস্টগুলি।