সিএসকের প্রস্তুতি শিবিরে যোগদানে ফের বিলম্ব সুরেশ রায়নার, আসবেন এই তারিখে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই আসন্ন আইপিএলের জন্য প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছে চেন্নাই সুপার কিংস। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, অম্বাতি রায়ডু, ঋতুরাজ গায়কোয়াড় সহ একাধিক স্থানীয় খেলোয়াড় অনুশীলন করছেন চেন্নাইয়ে। এই অবস্থায় সকলের মনে প্রশ্ন, শিবিরে কবে যোগ দেবেন 'চিন্না থালা' সুরেশ রায়না?
প্রত্যাশা করা হয়েছিল, এতদিনে চলে আসবেন সুরেশ রায়না। কিন্তু আবারও প্রস্তুতি শিবিরে যোগ দিতে বিলম্ব করলেন বাঁ হাতি এই তারকা ব্যাটসম্যান। সিএসকে এর সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন, আগামী ২৪ মার্চের পর তিনি শিবিরে যোগ দিতে চলেছেন।
তবে এই বিলম্ব নতুন নয়, প্রথমে গত ১৫ মার্চ যোগ দেওয়ার কথা ছিল রায়নার, এরপর তা পরিবর্তন করে আগামী ২১ মার্চ তারিখ দেওয়া হয়েছিল। এবার পিছিয়ে আগামী ২৪ মার্চের পরই শিবিরে আসতে পারেন রায়না। এই নিয়ে যদিও সিইও কাশী বিশ্বনাথন সমস্ত জল্পনার অবকাশ উড়িয়ে বলেছেন, "এখানে কোনও সমস্যা নেই। ওনার কিছু ব্যক্তিগত কাজ রয়েছে এবং দলের তরফ থেকে অনুমতি নিয়ে কিছুটা দেরিতে যোগ দিতে চলেছেন। আমাদের উচিত প্রতিটি ব্যক্তির সিদ্ধান্তকে সম্মান দেওয়ার।"
যদিও জল্পনা ওঠার কারণ খুব স্পষ্ট। গত বছর হঠাতই দুবাইয়ে সিএসকের শিবির ছেড়ে মাঝপথে দেশে ফিরে যান সুরেশ রায়না। ব্যক্তিগত কাজ সারার পরেও তিনি দলের কাছে ফিরে যাননি। ফলে দুইপক্ষের মধ্যে টানাপোড়েন যে রয়েছে, এমন সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।