কলকাতা নাইট রাইডার্সের কোনও ক্লাসই নেই! চরম বিষোদগার সুনীল গাভাস্কারের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের কাছে সাত উইকেটে হারে কলকাতা নাইট রাইডার্স। ব্যাটিং সহায়ক পিচে কেকেআরের তারকাসমৃদ্ধ ব্যাটিং মাত্র ১৫৪ রানই করতে সক্ষম হয়, যা ২১ বল বাকি থাকতে হাসতে হাসতে তুলে দেয় দিল্লি।
আর দুইবারের চ্যাম্পিয়নদের এমন হতশ্রী ব্যাটিং দেখে ক্ষুব্ধ সুনীল গাভাস্কার। কিংবদন্তী এই ওপেনার মনে করেন, কেকেআরের ব্যাটিংয়ে কোনও ক্লাসই নেই। এই নিয়ে চাঁচাছোলা ভাষায় গাভাস্কার বলেছেন, "যদি আপনি এদের ব্যাটিং দেখেন, শুভমন গিলকে বাদ দিয়ে এবং মর্গ্যানকে রেখে, কোনও ক্লাসই নেই। পাঁচ বা ছয় নম্বরে থাকা আন্দ্রে রাসেলকে রেখে আমি চাইব দীনেশ কার্তিককে ব্যাটিং অর্ডারে উপরে আসতে বা রাহুল ত্রিপাঠীকে উপরে পাঠাতে।"
এদিকে ব্যাটিং অর্ডারে সুনীল নারাইনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন গাভাস্কার। তিনি বলেছেন, "সুনীল নারাইন, চার বা পাঁচে, শুধু সময়ের অপচয়। কোনও প্রয়োজনই নেই ওনাকে ওখানে রাখার। যদি নারাইনকে রাখতে হয়, টপ অর্ডারে তাকে খেলান যেখানে তিনি ব্যাট ছুঁড়তে পারবেন এবং কয়েকটি বল লাগাতে পারবেন। কেকেআরের সমস্যা হচ্ছে যে তারা এখনও তিন, চার ও পাঁচে খেলার মত এমন কাউকেই পায়নি যিনি জোরদার ইনিংস খেলতে পারবেন। আর সেটাই ম্যাচে বড় পার্থক্য তৈরি করছে।"
সাত ম্যাচে পাঁচ ম্যাচ হেরে লিগ টেবিলের তলানিতে কলকাতা নাইট রাইডার্স। এরপর আগামী ৩ মে টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের ম্যাচে শক্তিশালী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলবে নাইটরা।