চ্যাম্পিয়ন হওয়ার মতই খেলছিল এই দল, এই ফ্র্যাঞ্চাইজিকে বিজয়ী ধরেছেন সুনীল গাভাস্কার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত ৪ মে করোনার জেরে স্থগিত হয়ে গিয়েছিল আইপিএলের চতুর্দশ সংস্করণ। আর সেই সময় লিগের প্রথম তিন স্থানে ছিল যথাক্রমে দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কিন্তু এই দলের পারফর্মেন্সে মুগ্ধ হয়েছেন কিংবদন্তী ওপেনার সুনীল গাভাস্কার।
প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিন বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের। গত মরশুমের ব্যর্থতাকে ভুলে যেভাবে এই বছর দুর্দান্ত পারফর্ম করেছে মহেন্দ্র সিং ধোনির দল, তাতে বেজায় খুশি গাভাস্কার।
এই নিয়ে গাভাস্কার বিশিষ্ট ক্রীড়া ম্যাগাজিনে নিজের কলামে লিখেছেন, "বাকি টিমগুলি দারুণ ফর্মে ছিল, যার সাথে ছিল গত বছরে হতাশাজনক পারফর্ম করা চেন্নাই সুপার কিংস। তাদের দেখে মনে হয়েছিল যেন গত কয়েক মরশুমে যে চ্যাম্পিয়ন হওয়ার দলটি খেলে এসেছে। দলের মধ্যে এই বছর একটি নয়া জোশ উঠে এসেছে, কিন্তু দলে কোনও বড় পরিবর্তন আসেনি।"
এদিকে চেন্নাই সুপার কিংসের ব্যাটিং অর্ডারে মইন আলিকে তিন নম্বরে পাঠানোকে মাস্টারস্ট্রোক হিসেবে তুলে ধরেছেন। এছাড়া ঋতুরাজ গায়কোয়াড় ও ফাফ ডু প্লেসিসের ওপেনিং এবং স্যাম কারানের অলরাউন্ড পারফর্মেন্সের প্রশংসা করেছেন গাভাস্কার।
তিনি লিখেছেন, "মইন আলিকে টপ অর্ডারে তিন নম্বরে পাঠানোটা মাস্টারস্ট্রোকে পরিণত হয়েছে যেহেতু এই বাঁ হাতি ব্যাটসম্যান কিছু অসাধারণ ইনিংস খেলেছে। অভিজ্ঞ ফাফ ডু প্লেসিসও দারুণ ছন্দে ছিল, আর উঠতি তারকা ঋতুরাজ গায়কোয়াড়ও দলকে ভালো শুরু দিয়েছেন। স্যাম কারান সকলকে মুগ্ধ করেই চলেছে এবং প্রতিটি ম্যাচে উন্নতি করছে এবং বলাই যায় যে তাকে একজন প্রকৃত অলরাউন্ডার হিসেবে বিবেচনা করাই যায়।"
যদিও চেন্নাই সুপার কিংসের দূর্বলতা হিসেবে তাদের ডেথ বোলিংকে তুলে ধরলেন সুনীল গাভাস্কার। শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২১৮ রান করলেও তা ডিফেন্ড করতে ব্যর্থ হয় চেন্নাই। এই নিয়ে গাভাস্কার বলেছেন, "শেষ ওভারে এই দলকে আরও বেশি জোরদার হতে হবে। আমরা দেখেছি যে মুম্বইয়ে বিরুদ্ধে ২১৮ রান তুলেও শেষ বলে ম্যাচ হেরেছে চেন্নাই।"
টুর্নামেন্টের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হারার পরে পরপর পাঁচ ম্যাচ জিতে দারুণ ছন্দে ছিল চেন্নাই সুপার কিংস। মরশুমের অধিকাংশ সময়ে লিগ টেবিলের শীর্ষে ছিল সিএসকে। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হারের জেরে সেই ছন্দ ভেঙে যায়।