এবিডিতে মুগ্ধ গাভাস্কার, আরসিবির হয়ে ওপেনিংয়ে ডিভিলিয়ার্সকে দেখতে চান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস খেলেন এবি ডি ভিলিয়ার্স। শেষ ওভারে মার্কাস স্টোইনিসকে ২১ রান মেরে আরসিবির জন্য ম্যাচ উইনিং স্কোর খাঁড়া করেন এবিডি। আর এর জেরে ম্যাচ মাত্র এক রানে জেতে ব্যাঙ্গালোর। মাত্র ৪২ বলে অপরাজিত ৭৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন মিস্টার ৩৬০।
আর আবারও অমানবীয় এই ইনিংসে এবিডির প্রতি মুগ্ধ সুনীল গাভাস্কার। প্রশংসার বন্যা বইয়ে দেন কিংবদন্তী এই ক্রিকেটার। এছাড়া তিনি আবদার করেছেন, যাতে এবি ডি ভিলিয়ার্স রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ওপেন করুন, কারণ মানুষ শুধু তার ব্যাটিং দেখতে আগ্রহী থাকে।
ম্যাচের পর গাভাস্কার বলেছেন, "অসাধারণ, একেবারে ম্যাজিকের মত। আপনি সারা পৃথিবী ঘুরতে পারে, শুধু এই মানুষটিকে ব্যাট করতে দেখার জন্য কারণ উনি এত কিছু নিয়ে আসেন। উনি আপনাদের আনন্দ দেন, উনি আপনাদের চোয়াল নামিয়ে দেন নিজের দুর্দান্ত শটের মাধ্যমে।"
এরপর গাভাস্কার ব্যাখ্যা করলেন, কেন এবিডিকে দিয়ে ওপেন করানো উচিত আরসিবির। তিনি বলেছেন, "যখন এরকম জিনিয়াসকে আপনি দেখেন, আপনি চাইবেন উনি এরকম চালিয়ে যান। আপনি প্রতিপক্ষকে দেখে বলবেন, 'আপনারা ওনাকে ওপেনিংয়ে পাঠাতে পারেন কারণ ১০-১১ ওভার থেকে দেখার দিয়ে আমরা ওনার ব্যাটিং আরও বেশি দেখতে পারব। এবিডির ২০ ওভার ব্যাটিং আমরা দেখতে চাই।' আর এই কারণে আমি, একজন প্রাক্তন ব্যাটসম্যান হিসেবে এমনটাই চাইব যখন আমি দেখব এবি ডি ভিলিয়ার্সকে এই ফর্মে রয়েছেন।"
আগামী ৩০ এপ্রিল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাদের পরের ম্যাচ খেলবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। এবং সেই ম্যাচেও এবিডির ব্যাটের উপর ভরসা রাখবে আরসিবি।