মুম্বইয়ের বিরুদ্ধে কেন খেলেননি সানরাইজার্সের 'তুরুপের তাস'? কারণ জানালেন ভিভিএস লক্ষ্মণ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে পরাস্ত হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। আর এরই সাথে নিজেদের প্রথম তিন ম্যাচ হেরে অস্বস্তিতে রয়েছে সানরাইজার্স ম্যানেজমেন্ট। পরপর দুই ম্যাচ হারার পর শক্তিশালী মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে সকলকে অবাক করে দেয় হায়দ্রাবাদ, যখন তারা তাদের তারকা পেসার টি নটরাজনকে প্রথম একাদশ থেকে সরিয়ে রাখে।
আর এর কারণ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। এই নিয়ে এবার জবাব দিলেন ফ্র্যাঞ্চাইজির মেন্টর ভিভিএস লক্ষ্মণ। ম্যাচ পরবর্তী সাংবাদিক বৈঠকে লক্ষ্মণ জানিয়েছেন, বাঁ পায়ে চোটের কারণে নটরাজন এই ম্যাচ খেলেননি, আর এর জেরে এই বাঁ হাতি পেসারের জায়গায় খেলেন খলিল আহমেদ।
এই নিয়ে লক্ষ্মণ বলেছেন, "দুর্ভাগ্যবশত, নটরাজন খেলতে পারেননি কারণ বাঁ পায়ের হাঁটুতে হালকা চোট রয়েছে। তাই তিনি আনফিট ছিলেন এই ম্যাচের জন্য আর সেই কারণে আমরা খলিল আহমেদের সাথে যাই। আমরা নটরাজনের পরিস্থিতি পর্যালোচনা করব এবং আমি নিশ্চিত সানরাইজার্সের মেডিকাল স্টাফ সঠিক সিদ্ধান্ত নেবে যে ওনার এবং ফ্র্যাঞ্চাইজির জন্য লাভজনক হবে"
এদিকে ম্যাচ চলাকালীন, হায়দ্রাবাদের টিম ডিরেক্টর টম মুডি বলেছিলেন যে নটরাজনকে বিশ্রাম দেওয়া হয়েছে। ধারাভাষ্যকারদের সাথে কথা বলার সময়, মুডি বলেছেন, "উনি বাদ পড়েননি, বিশ্রাম দেওয়া হয়েছে। ওনার কাজের ভারকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আমরা জানি এটি একটি দীর্ঘ টুর্নামেন্ট এবং উনি বেশ অনেক ক্রিকেট খেলেছেন।"