চেন্নাই ম্যাচ জিতে যুবরাজ সিংয়ের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন অভিষেক শর্মা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ অভিষেক শর্মার দুর্দান্ত অলরাউন্ড পারফর্মেন্সে ভর করে শুক্রবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৬ উইকেটে জয়ী হয় সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমে বল হাতে এক ওভারে মাত্র ৭ রান দিয়ে চেন্নাই দলের রানের গতিতে বেগ দেন অভিষেক। এরপর হায়দরাবাদের ব্যাটিংয়ের সময় মারকাটারি ইনিংস খেলেন অভিষেক শর্মা। ওপেন করতে নেমে ১২ বলে ৩৭ রান করেন তিনি। তাঁর দুরন্ত ফর্ম নজর কেড়েছে সকলের। ম্যাচ শেষে ২৩ বছর বয়সী এই ক্রিকেটার নিজের বাবাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংকে ধন্যবাদ জানিয়েছেন।
৪ ম্যাচের দুটিতে জিতে লিগ টেবিলের ৫ নম্বর স্থানে রয়েছে হায়দরাবাদ। চেন্নাই ম্যাচ ছাড়াও রান পেয়েছেন গুজরাট ও মুম্বই ম্যাচেও। শুধু রান করাই নয় ভালো স্ট্রাইকরেটের সাথে ব্যাটিং করে দলকে অনেকটাই এগিয়ে দিচ্ছেন অভিষেক।
চেন্নাইকে ৬ উইকেটে পরাজিত করে অভিষেক বলছেন, " বড় রান অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আজ আমি খেলার গতির সাথে নিজেকে মানিয়ে নিয়েছিলাম। আশা করি পরের বার আমি সবার শেষে আউট হব। আমি বিশেষ ধন্যবাদ জানাতে চাই আমার বাবা, যুবি পাজি (যুবরাজ সিং) এবং ব্রায়ান লারাকে।"
এছাড়াও ম্যাচ সম্পর্কে অভিষেক জানিয়েছেন যে বোলিংয়ের সময় তাঁরা বুঝতে পেরেছিলেন যে পিচ স্লো, তাই পাওয়ার প্লে-কেই তাঁরা টার্গেট করে রান তোলার জন্য।