আইপিএলের কড়া বলয়ে কি করে প্রবেশ করল করোনা, বুঝতেই পারছেন না সৌরভ গাঙ্গুলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত বছর সংযুক্ত আরব আমিরশাহিতে করোনা পরিস্থিতির মাঝে আইপিএল আয়োজন করে বড় চ্যালেঞ্জ পূরণ করেছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। কিন্তু এই বছর করোনার দ্বিতীয় তরঙ্গের সময়ে সব থেকে ক্ষতিগ্রস্ত দেশ ভারতেই এই মেগা টুর্নামেন্ট আয়োজনের চ্যালেঞ্জ ছিল সৌরভের কাছে। কিন্তু গত সোম-মঙ্গলবার আইপিএলের বলয়ের মধ্যে করোনা সংক্রমণ বাড়ার কারণে স্থগিত হয়ে যায় আইপিএল ১৪।
আর এরপরেই প্রশ্ন আসে, এই স্থগিতাদেশ এবং বলয়ের মধ্যে করোনা প্রবেশ নিয়ে কি অবস্থান নেবেন বিসিসিআই প্রেসিডেন্ট? এই নিয়ে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি। বাকিদের মত তিনিও বুঝতে পারছেন না, নিয়ন্ত্রিত এই জৈব বলয়ে কিভাবে প্রবেশ করল এই মারণ রোগ।
এই নিয়ে একটি সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, "আমাদের কাছে যে রিপোর্ট ছিল তাতে বলয় ভাঙার কোনও খবর ছিল না। কিভাবে এটি ঘটল বলা খুব মুশকিল। দেশের এত বেশি মানুষ কিভাবে আক্রান্ত হচ্ছেন সেটিও বলা মুশকিল।"
অনেকেই দাবি রেখেছিলেন, ভারত ছেড়ে গত বছরের মত সংযুক্ত আরব আমিরশাহিতে আবারও আইপিএল আয়োজন করার। এই নিয়ে বিসিসিআই মতবিরোধ করেছিল, এমন খবর এসেছিল। এই নিয়ে সৌরভ তার মতামত রেখে বলেছেন, "এই নিয়ে আলোচনা হয়েছিল, কিন্তু ভারতে ফেব্রুয়ারিতে করোনা সেরকম কিছু ছিল না। গত তিন সপ্তাহে মাত্রাতিরিক্ত বেড়ে গিয়েছে। এর আগে কিছুই ছিল না। আমরা সংযুক্ত আরব আমিরশাহি নিয়ে কথা বলেছিলাম কিন্তু তারপর ভারতে করার সিদ্ধান্ত নিলাম।"
এদিকে অনেকেরই মত ছিল, ছয় শহরে না করে এক বা দুইটি শহরেই কেন্দ্রীভূত রাখা যেত আইপিএল। এই নিয়ে সৌরভ বলেছেন, "আমরা যখন সিদ্ধান্ত নিয়েছিলাম, তখনও ভারতে করোনার এমন প্রভাব ছিল না। তাই এখন এগুলি বলা সহজ। কিন্তু যখন টুর্নামেন্ট আয়োজিত হয়েছে, দেশে করোনা সংক্রমণ তেমন ছিলই না। আমরা মুম্বইতে শুরু করেছিলাম এবং সেখানে একটিও কেস না থেকে শেষ করেছি। আর মুম্বই করোনা সংক্রমণে অনেক বেশি ছিল।"
শেষে বিসিসিআই প্রতিশ্রুতি দিয়েছিল সকল বিদেশী খেলোয়াড়দের সুরক্ষিতভাবেই নিজেদের দেশে ফেরানো হবে। সে নিয়ে মহারাজ বলেছেন, "ওরা ভালো থাকবে। ওদের প্রতি খেয়াল রাখা হচ্ছে এবং ওরা সকলেই বাড়ি ফিরবে। অস্ট্রেলিয়ানরা শুক্রবার মালদ্বীপ পৌছবে, সেখানে কোয়ারেন্টিন শেষ করবে আর তারপর অস্ট্রেলিয়া সুরক্ষিতভাবে পৌঁছবে। আমি এখানে কোনও সমস্যা দেখছি না।"