আইপিএল বাতিলের জল্পনাকে এক বাক্যে উড়িয়ে দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দেশে যে হারে করোনার সংক্রমণ বাড়ছে, তাতে আইপিএলের আয়োজন কতটা যুক্তিসঙ্গত, সে নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের আমজনতা। এমনকি, অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা ইতিমধ্যে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এবং অ্যান্ড্রু টাই, কেন রিচার্ডসন এবং অ্যাডাম জাম্পা দেশে ফেরার কথা জানিয়ে দিয়েছেন।
এই অবস্থায় সকলেই তাকিয়ে রয়েছেন এই বিষয়ে কি মন্তব্য করবেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি? আদৌ কি টুর্নামেন্ট বাতিল বা স্থগিত হবে? এবার এই ধরণের জল্পনাকে কার্যত স্টেপ আউটে ছয় মেরে এক বাক্যে উড়িয়ে দিলেন মহারাজ। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, আইপিএল যেমন চলছিল, চলবে।
একটি ক্রীড়া ম্যাগাজিন প্রশ্ন করেছিল, বিদেশীদের বিদায়ের পর কি আইপিএল স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে? এই প্রশ্নের জবাবে সোমবার সৌরভ সরাসরি বলে দিলেন, "এতদিন অবধি, যেমনভাবে চলছিল সেরকম ভাবেই চলবে।"
এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন বর্তমানে ভারতে করোনার পরিস্থিতি পর্যালোচনা করছে। এই নিয়ে তারা যৌথভাবে একটি বিবৃতি পেশ করেছে, যেখানে তারা লিখেছে, "ক্রিকেট অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন নিয়মিত যোগাযোগ রাখছে অস্ট্রেলিয়ার খেলোয়াড়, কোচ ও ধারাভাষ্যকারদের সাথে যারা আইপিএলে অংশ নিয়েছে, যা কড়া জৈব সুরক্ষা বলয়ে খেলা হচ্ছে।"
এর জেরে, করোনা মহামারির মাঝে আইপিএলকে চালিয়ে নিয়ে যাওয়া সৌরভের মসনদের একটি বড় চ্যালেঞ্জ। যদি তিনি এই চ্যালেঞ্জ উতরে যান, তবে মহারাজের মুকুটে বেশ রাজকীয় পালক বসবে, সে নিয়ে সন্দেহ নেই। তবে ব্যর্থ হলে, ভয়ঙ্কর বিপদ আসন্ন।