তুমি এই ইনিংস সারা জীবন মনে রাখবে! ঋষভ পন্থে মুগ্ধতা প্রকাশ সৌরভ গাঙ্গুলির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার বিশাখাপত্তনমে আইপিএল ২০২৪-এর প্রথম জয় পায় দিল্লি ক্যাপিটালস। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে ২০ রানে হারায় দিল্লি। আর এই জয়ের বড় ভূমিকা রাখেন অধিনায়ক ঋষভ পন্থ। মাত্র ৩২ বলে ৫১ রান করেন এই তারকা উইকেটকিপার ব্যাটার।
১৫ মাস আগে দিল্লি-দেহরাদুন হাইওয়েতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর আইপিএল ২০২৪-এ পুনরায় ক্রিকেটে ফেরেন ঋষভ পন্থ। আর নিজের তৃতীয় ইনিংসেই পুরোনো ছন্দ দেখালেন পন্থ। চারটি বাউন্ডারি ও তিনটি ছয় মারেন দিল্লি অধিনায়ক, যার জেরে দিল্লি ১৯১ রানের বড় স্কোরে গিয়েছিল।
আরও পড়ুন - সৌরভ গাঙ্গুলির দিল্লি ক্যাপিটালস বড়সড় সুবিধা করে দিল কলকাতা নাইট রাইডার্সের
আর এই ইনিংস দেখে মুগ্ধ প্রাক্তন ভারত অধিনায়ক তথা দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গাঙ্গুলি। শুধু পন্থের অর্ধশতরানে উঠে দাঁড়িয়ে অভিবাদনই করেননি, ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় পন্থের প্রশংসায় মুখর হয়েছেন প্রাক্তন বিসিসিআই সচিব।
নিজের সোশ্যাল মিডিয়ায় সৌরভ লিখেছেন, "দারুণ খেলেছো ঋষভ পন্থ। তুমি এই ইনিংসটি সারা জীবন মনে রাখবে। তুমি অনেক ভালো ইনিংস খেলেছো এবং আরও ভালো ইনিংস খেলবে ভবিষ্যতে, কিন্তু এই কাহিনী সব সময়ে তোমার সাথে থাকবে।"
এরপর দিল্লি ঘরের মাঠে আগামী ৩ এপ্রিল খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। আর তারপর ওয়াংখেড়েতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে আগামী ৭ এপ্রিল।