আবারও একফ্রেমে সৌরভ-শাহরুখ, স্মৃতির সাগরে ভাসলেন ভক্তরা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক:- কলকাতা নাইট রাইডার্স নামটি শুনলে বাঙলার ক্রিকেট প্রেমীদের দুজন ব্যাক্তিত্বর নাম চোখে ভাসে। একজন হলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবং অপরজন ভারতীয় তারকা অভিনেতা শাহরুখ খান।
দীর্ঘদিন পর বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে একইসাথে দেখা গেলো এই দুই বিখ্যাত ব্যক্তিত্বকে। মহিলা প্রিমিয়ার লীগের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য উপস্থিত ছিলেন তারা। সৌরভকে দেখা মাত্রই আলিঙ্গন করলেন শাহরুখ।
আরও পড়ুন- দাদা বনাম কলকাতা, ধোনি বনাম কোহলি! হাইভোল্টেজ ম্যাচের প্রথম বিভাগের তালিকা প্রকাশ আইপিএলের
দিল্লি ক্যাপিটালস এর ডিরেক্টর অফ ক্রিকেট হবার দরুণ মহিলা দলের তদারকি করছেন সৌরভ। কারণ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে আগের বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস বনাম দিল্লি ক্যাপিটালসের মধ্যে। অন্যদিকে এই অনুষ্ঠানে পারফর্মার হিসাবে অংশগ্রহণ করছেন শাহরুখ খান।
আইপিএলের উদ্বোধনী মরশুমে শাহরুখের কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলী। তৎকালীন নাইট কোচ জয়েন বুকাননের সিদ্ধান্তে অধিনায়কত্ব ঘুরতে থাকে গাঙ্গুলী, ক্রিস গেইল, ব্র্যান্ডনই ম্যাককলাম, ব্র্যাড হগের মধ্যে। তবে তার ফল আশানুরূপ না হওয়ায় দল থেকে বিদায় নিতে হয় গাঙ্গুলীর মত প্রখ্যাত ক্রিকেট ব্যক্তিত্বকে। তারপর তিনি যোগ দেন পুনে ওয়ারিয়র্স দলের হয়ে।
শাহরুখের পাশাপাশি পারফর্ম করবেন শাহিদ কাপুর এবং সিদ্ধার্থ মালহোত্রার মতো অভিনেতারাও। বৃহস্পতিবার শাহরুখকে অনুষ্ঠানের মহড়া দিতেও দেখা গেছে একটি ভিডিওতে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।
তবে সৌরভ-শাহরুখ যুগলবন্দী দেখে আবেগপ্রবণ হয়ে পরেন নাইটভক্তরা তা বলাই যায়।