বহু প্রতীক্ষার বিশেষ সাধারণ বৈঠকে এই সিদ্ধান্তগুলি নিতে চলেছে বিসিসিআই

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ২৯ মে অর্থাৎ শনিবার বিসিসিআই একটি বিশেষ সাধারণ বৈঠকের আয়োজন করবে। যার মূল দুটি বিষয় হল আইপিএল ২০২১ এর বাকি ৩১ ম্যাচ আয়োজন এবং আসন্ন টি২০ বিশ্বকাপ আয়োজন। আর এই বৈঠকে উপস্থিত থাকতে সরাসরি মুম্বই চলে যাবেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।
আগামী ১ জুন আইসিসি আসন্ন টি২০ বিশ্বকাপের আয়োজন নিয়ে সিদ্ধান্ত নেবে। আর সেক্ষেত্রে এই বৈঠকে বিসিসিআই যা ভূমিকা নেবে, সেটি পর্যালোচনা করেই আইসিসি সিদ্ধান্ত নেবে। শোনা গিয়েছে, করোনার পরিস্থিতি ঠিক না হওয়া সত্ত্বেও বিসিসিআই এই বিশ্বকাপের আয়োজন নিজেদের হাতেই রাখতে চায়। সদস্যরা শুধু এই বৈঠকে আয়োজনের পরিকল্পনা নিয়ে আলোচনা করবে।
এদিকে আইপিএল এর দ্বিতীয় পর্যায়ের আয়োজন নিয়েও এই বৈঠকে আলোচনা হবে। ইংল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরশাহি লড়াইয়ে থাকলে বিসিসিআই এর নজরে থাকবে বিদেশী খেলোয়াড়দের আনা। এদিকে ইংল্যান্ড পুরুষ দলের ডিরেক্টর অ্যাশলে জাইলস স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে ইংরেজ ক্রিকেটাররা এই টুর্নামেন্টে অংশ নেবেন না।
এদিকে সেপ্টেম্বরের দিকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ায় বেশ কিছু ওয়েস্ট ইন্ডিয়ান ও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় আইপিএল শুরুর প্রথম সপ্তাহে নাও থাকতে পারেন। আর এর জেরে সেন্ট কিটস ও নেভিসে বিশেষ চার্টার বিমান পাঠাবে বিসিসিআই, ক্রিকেটারদের আনার জন্য।
এছাড়া ঘরোয়া ক্রিকেট চালু করার বিষয়েও কথা হবে এই বৈঠকে। রঞ্জি ট্রফিকে আবার চালু করা এবং ঘরোয়া ক্রিকেটারদের বকেয়া বেতন নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড সিরিজের দিনক্ষণ বদলানোর বিষয়ে আলোচনা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড।