গোটা আইপিএল ২০২১ থেকে ছিটকে গেলেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক শ্রেয়স আইয়ার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এ যেন হওয়ারই ছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ছিটকে যাওয়ার পর এবার সম্পূর্ণ আইপিএল ২০২১ থেকে বেরিয়ে গেলেন তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার। গত ওয়ানডে ম্যাচে জনি বেয়ারস্টোর একটি শট সেভ করতে দিয়ে কাঁধে চোট পান শ্রেয়স আইয়ার।
আর এই খবর জানান খোদ দিল্লি ক্যাপিটালসের সহ কর্নধার পার্থ জিন্দাল। নিজের টুইটারে শ্রেয়সের এমন ছিটকে যাওয়া নিয়ে দুঃখ প্রকাশ করে বলেছেন, “একেবারে বিধ্বস্ত এবং কষ্ট পেয়েছি আমাদের অধিনায়কের জন্য। নিজেকে শক্ত রেখো ক্যাপ্টেন। আশা করছি দ্রুত সুস্থ হয়ে ওঠো। পুরো ভরসা রাখো যে তুমি আগের থেকেও অনেক শক্তিশালী হয়ে ফিরবে। টি২০ বিশ্বকাপে ভারতের তোমায় প্রয়োজন।“
যদিও বিসিসিআই এই সম্বন্ধে কোনও বিবৃতি দেয়নি, কিন্তু আইয়ারের স্ক্যান রিপোর্ট থেকে জানা গিয়েছে যে তার কাঁধের হাড় সরে গিয়েছে যার জন্য অস্ত্রোপচার করতে হবে। আর এর জেরে ম্যাচ চলাকালীনই কাঁধের চোটে বেরিয়ে যান শ্রেয়স।