হার্দিককে মধ্যমণি করে ভারতীয় বোর্ডকে প্রশ্নবাণ ইরফান পাঠানের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়কের ভার দেওয়ায় যথেষ্ট কটাক্ষের স্বীকার হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স ক্রিকেট বোর্ড। গত অক্টোবর থেকে খেলতে পারেননি এই তারকা অলরাউন্ডার। তবে তার ভাই ক্রুনাল পান্ডিয়া এবং ঈশান কিশানের সাথে হার্দিককে অনুশীলন করতে দেখা গেছে। এছাড়াও বার্ষিক চুক্তিতে এ গ্রেডে নাম রয়েছে হার্দিকের। আর ঠিক সেখানেই সরব হয়েছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান।
টি-টোয়েন্টি এবং ওডিআই তে হার্দিক বরাবর খেললেও টেস্টে তিনি থাকেননা শারীরিক চাপের কারণে। আর এই ক্ষেত্রেই ইরফান বলেছেন, যদি হার্দিক টেস্ট খেলতে না চান তবে ঘরোয়া ক্রিকেট তো খেলতেই পারেন। অবশ্যই যে সময়ে তিনি জাতীয় দলের হয়ে নামছেন না।
আরও পড়ুন- শ্রেয়াস, ঈশানকে বিশেষ বার্তা ভারতীয় দলের প্রাক্তন ‘হেডস্যার’ শাস্ত্রীর
অন্যদিকে, বার্ষিক চুক্তি থেকে নাম বাদ পড়েছে শ্রেয়াস আইয়ার এবং ঈশান কিশানদের দের নাম। ইরফান জানিয়েছেন, “অবশ্যই তারা আরো ভালোভাবে কাম ব্যাক করবে। তবে নিয়ম সবার জন্য সমান হওয়া উচিত। হার্দিক বা তার মত টেস্ট যদি কেউ না খেলতে চান তবে ঘরোয়া ক্রিকেট খেলুক। এরকম ভাবে চলতে থাকলে ভারতীয় ক্রিকেটের উন্নতির ফলাফল আশাব্যঞ্জক হবে না।”
বোর্ডের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়াতে এমনটাই জানিয়েছেন ইরফান পাঠান।