বঙ্গ স্পিনার শাহবাজের ভেল্কি , দ্বিতীয় ম্যাচেও জয়ী বেঙ্গালুরু

এপ্রিল ১৪ : একদিকে ম্যাক্সওয়েলের চওড়া ব্যাট অন্যদিকে বঙ্গ স্পিনারের ভেল্কি , দুইয়ে মিলিয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচেও সানরাইজার্স হায়দ্রাবাদকে ৬ রানে হারিয়ে লীগ শীর্ষে উঠে গেল রয়্যাল চ্যালেঞ্জরস বেঙ্গালুরু ।
চিপকে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ডেভিড ওয়ার্নার । কোভিডকে হারিয়ে এদিন মাঠে ফিরেছিলেন বেঙ্গালুরু ওপেনার দেবদত্ত পাদিক্কল । কিন্তু তাঁর ইনিংস দীর্ঘস্থায়ী হয়নি । ১৩ বলে ১১ রানে আউট হন তিনি । গোটা ইনিংসে কখনোই খুব একটা থিতু হতে পারেনি বেঙ্গালুরু । ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না কোহলির । ২৯ বলে ৩৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন বিরাট । ব্যর্থ হন এবিও । মাত্র এক রানের মাথায় আফগান জাদুকর রাশিদ খানের বলে আউট হন প্রোটিয়া কিংবদন্তি । তবে বেঙ্গালুরু ব্যাটিংয়ের হাল ধরেন অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল । আইপিএলে দীর্ঘ ব্যর্থতার পর যেন ক্রমশই ছন্দে ফিরছেন 'বিগ শো' । ৪০ টি ইনিংস পর এদিন অর্ধশতরান পেলেন তিনি । মূলত তাঁর ৪১ বলে ৫৯ রানের ইনিংসে ভর করেই কুড়ি ওভারের শেষে আট উইকেটের বিনিময়ে ১৪৯ রানের সম্মানজনক অবস্থায় পৌঁছায় বেঙ্গালুরু ।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি হায়দ্রাবাদের । ফের ব্যর্থ হন বাংলার ঋদ্ধিমান সাহা । সাহা মাত্র ১ রানে আউট হলেও অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও মনীশ পান্ডের লম্বা যুগলবন্দীতে ম্যাচে ফেরে হায়দ্রাবাদ । ৩৭ বলে দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন ওয়ার্নার । তবে ওয়ার্নার ফিরতেই বেলাইন হতে শুরু করে হায়দ্রাবাদের ইনিংস । শেষ চার ওভারে জয়ের জন্য তাঁদের দরকার ছিল ৩৫ রান , হাতে আট উইকেট । টি২০ যুগে যা না হওয়াই আশ্চর্য , আর এই আশ্চর্য কাজটিই করে দেখালের বঙ্গ স্পিনার শাহবাজ আহমেদ । নিজের দ্বিতীয় ওভার করতে এসে সবাইকে চমকে দিয়ে তুলে নিলেন তিন তিনটি উইকেট । প্রথম দু বলে যথাক্রমে জনি বেয়ারস্টো ও মনীশ পান্ডে এবং ওভারের শেষ বলে মারকুটে তরুণ ফিনিশার আব্দুল সামাদ । মাত্র এক রান দিয়ে এই ওভারেই ম্যাচের দিক পাল্টে দেন বাংলার হয়ে নিয়মিত খেলা শাহবাজ । বাকি কাজ করেন হর্ষল পটল । মুম্বাই ম্যাচে পাঁচ উইকেট নেওয়া পটেল এদিনও মাত্র ২৫ রান দিয়ে ২ উইকেট নেন । তবে দলের হারে দায় এড়াতে পারেন না মনীশ পান্ডে । গত ম্যাচের পর এই ম্যাচেও তাঁর মন্থর ব্যাটিংয়ে ডুবল হায়দ্রাবাদ ব্যাটিং । এদিনও ৩৯ বল খেলে করলেন মাত্র ৩৮ । সবমিলিয়ে ১৪৩ রানে থেমে যায় হায়দ্রাবাদ । এই ম্যাচ জয়ের ফলে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে লীগ টেবিলের মগডালে উঠে গেল বিরাট বাহিনী ।